Deputy Speaker of WB: প্রার্থী দেবে না বিজেপি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী রামপুরহাটের বিধায়ক
দ্য কোয়ারি ডেস্ক: শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনকরের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার অধিবেশন। শনি ও রবিবার ছুটি থাকবে বিধানসভা। সোমবার শোক প্রস্তাবের পর মুলতুবি হয়ে যাবে বিধানসভার অধিবেশন। সেদিনই ডেপুটি স্পিকার নির্বাচন সহ ৪১টি কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
তবে রাজনৈতিক টুইস্ট হল, ডেপুটি স্পিকার নির্বাচনের ক্ষেত্রে প্রার্থী দেয়নি বিজেপি । বিধানসভায় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা জানিয়েছেন বিজেপি প্রার্থী দেবে না। তার কারণ অবশ্য স্পষ্ট করে কিছু জানাননি তিনি।
অন্যদিকে তৃণমূল আগেই ঠিক করে রেখেছিল ডেপুটি স্পিকার পদে রামপুরহাটের বিধায়ক অশিস বন্দ্যোপাধ্যায়ের নাম। বিজেপি প্রার্থী না দিলে এক প্রকার বিনা প্রতিদ্বন্দিতায় ডেপুটি স্পিকার পদে নির্বাচিত হলেন তিনি ।
উল্লেখ্য এর আগেও স্পিকার নির্বাচন বয়কট করেছিল বিজেপি। কারণ হিসেবে দেখানো হয়েছিল ভোট পরবর্তী সন্ত্রাস ও হিংসার প্রসঙ্গ। তবে এবার বয়কট না করা হলেও প্রার্থী দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে গেরুয়া শিবির।
রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশীষ বন্দোপাধ্যায় গতবার মমতার ক্যাবিনেটে কৃষি মন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এবারের মন্ত্রিসভায় তাকে না রেখে সরাসরি বিধানসভার ডেপুটি স্পিকার পদে বসানো হচ্ছে।
উল্লেখ্য সোমবার ৪১ টি কমিটির চেয়ারম্যান ঘোষণা করা হবে বিধানসভায়। নজর থাকবে পিএসসি চেয়ারম্যান পদে কাকে মনোনীত করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।