বাংলাদেশে রাস্তায় সেনা টহল, কঠোর লকডাউন শুরু
দ্য কোয়ারি ডেস্ক: সেনা টহল শুরু হয়ে গেল। রাজপথে লাল চোখে তাকিয়ে সেনা অফিসাররা। উপযুক্ত কারণ ছাড়া বাইরে এলেই কড়া শাস্তি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে বাংলাদেশে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ, র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন) সহ সেনাবাহিনির তৎপরতা তুঙ্গে। রাস্তাঘাট ফাঁকা সকাল থেকেই।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম সহ দেশের সর্বত্র মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট। সেনাবাহিনির গাড়ি রাস্তায় ঘুরছে। রিকশা চলাচল করতেও বাধা দিচ্ছেতারা।
শনাক্ত ও মৃত্যুর হার বাড়তে থাকায় বাংলাদেশে লকডাউন চলছে। ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত ৯ লক্ষ ১৩ হাজারের বেশি। মারা গিয়েছেন ১৪ হাজার জনের বেশি। ৮ লক্ষের অধিক সুস্থ। গত কয়েকদিনে সংক্রমণ এতটাই বেড়ে যায় যে সাময়িক বিধিনিষেধ করা হয়। তাতে কিছুটা উন্নতি হলেও লকডাউন করতে বাধ্য হয়েছে শেখ হাসিনার সরকার।
বাংলাদেশ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টের সামাজিক সংক্রমণ হয়েছে দেশে। প্রথমে ভারত সীমান্তবর্তী জেলা এবং পরে সংক্রমণ ছড়িয়েছে পাশের জেলাগুলিতে।
নেই প্রবেশের অনুমতি, তৈরি হচ্ছে বিধানসভার বাইরে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের অস্থায়ী ছাউনী
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, সীমান্তবর্তী জেলাগুলিতে করোনার সংক্রমণ রোধে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্তে শিথিলতার পরিচয় দিলে পরিস্থিতি খারাপ হতে পারে।
বিবিসি জানাচ্ছে, বুধবার ঘোষণা করা হয় ২১টি বিধিনিষেধ। আরও বলা হয়েছে, লকডাউন চলার সময়ে সব ধরণের গণপরিবহণ বন্ধ থাকবে। জরুরি পরিবহণ চলবে। বন্ধ রাখা হয়েছে সরকারি, আধাসরকারি, বেসরকারি, অফিস শপিংমল ও দোকান।