রায়ডাক নদী ভাঙনে নদীগর্ভে বহু জমি, প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রত্যেক বছর বর্ষা এলেই কোচবিহারের তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরান ফুলবারি ১ গ্রাম পঞ্চায়েতের উল্লারখাওয়া ঘাট এলাকায় রায়ডাক নদী ভাঙ্গনে বহু জমি নদীগর্ভে চলে যায়।ভাঙ্গনের পাশাপাশি প্রত্যেক বছর নদীর জল ঢুকে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। বছরের-পর-বছর এভাবে চাষের জমি নদীগর্ভে চলে যাওয়ায় সমস্যায় পড়েছেন বহু মানুষ। এবারও বর্ষার শুরুতে ভাঙ্গন শুরু হয়েছে। আর এতেই দুশ্চিন্তায় দিন কাটছে এলাকার অনেকেরই।
স্থানীয়রা জানিয়েছেন বহু বছর আগে উল্লারখাওয়া ঘাট এলাকায় রায়ডাক নদীর একদিকে বেশিরভাগ অংশ বাঁধ দেয়া হয়েছিল। কিছু অংশে বাঁধ অসম্পূর্ণ থাকায় সেখানে নদীর জল ঢুকে কয়েক হাজার বাড়ি প্লাবিত হয়। নদী বাঁধের ওপর দিকে রয়েছে আবাদি জমি। সেখানে পার ভাঙছে নদীর জল। গত বছর সবচেয়ে বেশি জমি নদীগর্ভে চলে গিয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা আরও জানিয়েছেন শুধু বর্ষাই নয় শুখা মরসুমেও নদীরপাড় ভাঙছে।
অক্সিজেন সরবরাহের যোগান বাড়াতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বসানো হচ্ছে পিএসএ
স্থানীয় বাসিন্দা সরদ বর্মন বলেন, উল্লারখাওয়া ঘাট এলাকায় ভাঙ্গনে বহু মানুষের চাষের জমি নদীগর্ভে চলে গিয়েছে। ফসলের ক্ষতি হয়েছে। আমার কয়েক বিঘা জমি নদীগর্ভে চলে গিয়েছে।চাষের জমি বাঁচাতে বাঁধ-র দাবি জানাচ্ছি। অপর এক বাসিন্দা ইন্দ্রজিৎ গোপ বলেন, বর্ষার শুরুতে নদীর জল বাড়ায় ভাঙ্গন শুরু হয়েছে। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে চাষের জমি। দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানাই। কবে এর সুরাহা হয় সেটাই এখন দেখার।