ভুয়ো ভ্যক্সিনের তদন্তের আগে নন্দীগ্রামে ভোটার সংখ্যার বেশী ভোট পড়ল কী করে তদন্ত হোকঃ কাকলী ঘোষ দস্তিদার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যারা প্রাণের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন, সেই চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য নিবেদিত আজকের এই দিনটি। কোভিড-১৯ অতিমারী আবারও বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের অবদান এবং ত্যাগের কথা স্মরণ করিয়ে দিয়েছে। প্রতি বছর, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক ‘জাতীয় চিকিৎসক দিবস’ হিসাবে ১ জুলাই পালিত হয়।
এই দিনটি বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধান চন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুবার্ষিকী স্মরণে পালন করা হয়। চিকিৎসাক্ষেত্রের সঙ্গে যুক্ত সকল ব্যক্তিদের ভূমিকাকে সম্মান জানাতে জন্য ‘জাতীয় চিকিৎসক দিবস’ পালন করা হয়। এদিন তাঁদের কাজ এবং দায়িত্বগুলি স্বীকৃতি দেওয়ার বিশেষ দিন। মারণ কোভিড -১৯ প্রাদুর্ভাবে যখন গোটা বিশ্বে মানুষ ভীত, সেই সময় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘণ্টা রোগীদের সেবা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন।
প্রতি বছর এই বিশেষ দিনে গোটা দেশে বিভিন্ন ভাবে উদযাপন করা হয়। তাই এই দিনটিকে স্মরণ করে আজ বারাসাত হাসপাতালে সাড়ম্বরে পালিত হল দিনটি। এদিন বারাসাত হাসপাতালে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও বারাসাত পৌরসভার পৌর প্রশাসক সুনীল মুখার্জি ও বারাসাত হাসাপাতালের সুপার সুব্রত মন্ডল।
অধিবেশনের প্রথম দিন সমস্ত বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক, হুইপ জারি তৃণমূলের
বারাসাতের সংসদ কাকলি ঘোষ দস্তিদার তিনটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন সুব্রত মন্ডলের হাতে। বারাসতের সাংসদ ও পেশায় চিকিৎসক কাকলী ঘোষদস্তিদার স্মরন করান চিকিৎসক দিবসে কোভিড-১৯ অতিমারী আবারও বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের অবদান এবং ত্যাগে কথা।
তাঁর কথায় ভুয়ো ভ্যাক্সিন কান্ড নিয়ে বিরোধী দলনেতা সিবিআই তদন্ত চাওয়ার আগে আমরা জানতে চাই নন্দীগ্রাম বিধানসভায় মোট ভোটারের থেকে বেশী ভোট পড়ল কি করে? এটা নিয়ে আগে তদন্ত করার দাবী তুললেন বারাসাতের সাংসদ তথা রাজ্য মহিলা তৃণমুল কংগ্রেসের সভানেত্রী কাকলী ঘোষদস্তিদার।