নেই ভোট পরবর্তী হিংসার উল্লেখ, বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভে ভাষণ শেষ না করেই বিধানসভা ছাড়লেন রাজ্যপাল

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রারম্ভিক ভাষণে নেই ভোট পরবর্তী হিংসার উল্লেখ। বিজেপি বিধায়কদের তুমুল বিক্ষোভ। ভাষণ শেষ না করে বিধানসভা ছাড়লেন রাজ্যপাল। বিধানসভার শুরুতেই তুমুল হট্টগোল। রাজ্যপাল ভাষণ শুরু করার পরেই ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ইস্যু তুলে ধরে বিধানসভায় বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা। তাতেই সম্পূর্ণ ভাষন পড়তে পারলেন না রাজ্যপাল জাগদীপ ধনকর।

বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন রাজ্যপাল জাগদীপ ধনকর। এরপর তাঁকে এগিয়ে দিতে বাইরে আসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রাজ্যপাল ভাষণ শুরু করতেই তুমুল চিৎকার শুরু করেন বিজেপি বিধায়করা।

জানা যাচ্ছে বিজেপি বিধায়কদের নতুন স্ট্র্যাটিজি যখনই রাজ্য সরকারের প্রশংসা মূলক তথ্য বিধানসভায় উপস্থাপন করা হবে তখনই বিক্ষোভ দেখাবেন বিজেপি বিধায়করা। এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির বিধায়করা। সেই বিক্ষোভেরর সামিল ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং মিহির গোস্বামী। তবে ট্রেজারি বেঞ্চ নিরব দর্শকের মত বসেছিলেন।

স্কুল সার্ভিস কমিশন অপদার্থ, নিয়োগ মামলার শুনানিতে SSC কে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

গোটা ঘটনা চলাকালীন হাত জোড় করে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে ছিলেন রাজ্যপাল। বিক্ষোভ শেষ হলেও ভাষণ পড়বেন বলে। কিন্তু বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তিনি বিধানসভা ছেড়ে বেরিয়ে যান ।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে উঠেছিল। তাই আজ, বিধানসভার বাজেট অধিবেশনের দিকে তাকিয়ে ছিল রাজ্যের রাজনৈতিক মহল। শাসক দলের লিখে দেওয়া ভাষণ তিনি পাঠ করবেন কি না, তা নিয়ে সন্দেহ ছিল অনেকেরই। কিন্তু অধিবেশনের শুরুতেই অভূতপূর্ব ঘটনা ঘটে গেল বিধানসভায়।

সম্পর্কিত পোস্ট