Upper Primary: উচ্চপ্রাথমিক নিয়োগে বাড়ল অন্তর্বর্তী স্থগিতাদেশ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উচ্চ প্রাথমিকে নিয়োগে বাড়লো অন্তর্বর্তী স্থগিতাদেশ। সাত দিনের মধ্যে প্রাপ্ত নম্বর সহ তথ্য দিয়ে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করতে হবে। যাদের আবেদন খারিজ করা হবে তার কারণ দর্শাতে হবে। শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
শুনানির শুরুতেই স্কুল সার্ভিস কমিশনকে ‘অপদার্থ’ বলে মন্তব্য করে কলকাতা হাইকোর্ট। প্রশ্ন ছুড়ে দেন কি ধরনের আধিকারিক দিয়ে চালাচ্ছেন কমিশন? একই সঙ্গে চাকরিপ্রার্থীদের দায়ের করা মামলার শুনানিতে হাইকোর্ট বলে, অবিলম্বে খারিজ করা উচিত কমিশনকে।
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন ২০১৯ সালের ১ অক্টোবর নির্দেশের পরও কেন আদালতের নির্দেশ মেনে কেন ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হল না ? গত ২১ জুন প্রাথমিকে ইন্টারভিউয়ে তালিকা প্রকাশ করেছিল রাজ্য। কর্মশিক্ষা ও শারীরশিক্ষা ছাড়া ২০১৬ উচ্চ প্রাথমিকেরর শূন্যপদে ১৪ হাজার ৩৩৯জন শিক্ষক নিয়োগের জন্য তালিকা প্রকাশ করা হয়।
“রাজ্যপাল সংবেদনশীল,তাই হয়তো উনি ভাষণ পুরোটা না পড়ে টেবল করে দিয়ে চলে গেছেন” -মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর
নিয়ম মেনে সেই তালিকা প্রকাশ করা হয়নি। এই অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন দুই প্রার্থী। ৩০ জুন সেই মামলার শুনানি হয়। ফের শুক্রবার সেই মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। আজ দু’দফায় শুনানির পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আগামী সাতদিনের মধ্যে প্রকাশ করতে হবে ইন্টারভিউ এর তালিকা।