বিজেপির ‘লালবাড়ি’ অভিযানকে কেন্দ্র করে টানটান উত্তেজনা, পুলিশের অনুমতি উপেক্ষা করে হুঁশিয়ারী দিলীপের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পুলিশের অনুমতি উপেক্ষা করেই আজ পৌরসভা অভিযানে বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হওয়ার পর এই প্রথম বার পথে নেমে যৌথভাবে শাসকদলের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছেন।
ভুয়ো ভ্যাকসিন কান্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে কলকাতা পৌরসভার ভূমিকা তুলে ধরে পথে নেমে বিক্ষোভ শুরু করতে চলেছে বিজেপি। এই মুহূর্তে রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিতে লাগাম টানতে জারি করা হয়েছে বিধি-নিষেধ। তাই কোনমতেই পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি পুরসভা অভিযানের।
তবে তা সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় দিলীপ ঘোষরা। প্রস্তুতি শুরু করে দিয়েছে কলকাতা পুলিশও। তৎপর পুলিশ করেছে একাধিক পদক্ষেপ। জানা গিয়েছে মিছিলের ভিডিয়োগ্রাফি করা হবে। রানি রাসমণি স্কোয়ারে ও হগ স্ট্রিটে ভিডিয়ো করার জন্য পুলিশের তরফে লোক মোতায়েন রাখা হবে।
অ্যালুমিনিয়াম গার্ডওয়াল থাকবে আরএএম স্কোয়্যার থেকে এনসি স্ট্রিট পর্যন্ত। নবান্ন , রাজ ভবন ও রাইটার্সের সামনে পুলিশের বিশেষ নজরদারি থাকবে। যাতে বিক্ষোভকারীদের কেউ ভিতরে ঢুকে অশান্তি পাকানে না পারে। মেট্রো চ্যানেলের আউট গেটে জল কামানের ব্যবস্থা থাকবে।
টিটাগড়ে বোমাবাজিতে জখম ১, শাসক-বিরোধী তরজায় উত্তপ্ত এলাকা
পুরসভা গেটে অতিরক্ত ফোর্স, লাঠিধারী পুলিশও থাকবে। মোতায়েন থাকবেন অসংখ্যা মহিলা পুলিশ কর্মী। রানি রাসমণি স্কোয়ারে দায়িত্বে থাকবেন একজন যুগ্ম-কমিশনার, দু’জন অতিরিক্ত কমিশনার, তিনজন ডেপুটি কমিশনার। থাকবেন ডিসি সেন্ট্রাল, ডিসি রিসার্ভ ফোর্স, ডিসি ট্রাফিক, ডিসি ওয়্যারলেস, ডিসি কমব্যাট ব্যাটেলিয়ন। এছাড়াও থাকছেন প্রচুর সাদা পোশাকের পুলিশ।
দুপুর ১টা নাগাদ হিন্দ সিনেমার সামনে জমায়েত করবেন বিজেপি নেতারা। সেখান থেকেই শুরু হবে কলকাতা পৌরসভা অভিযান।
দিলীপ ঘোষ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন “পুলিশকে অবগত করা হয়েছে শান্তিপূর্ণ আন্দোলন হবে। তবে বাধা দিলে তখন পরিস্থিতি দেখা যাবে। পুলিশ বাড়াবাড়ি করতে চাইলে বা আইন-শৃঙ্খলার অবনতি হোক সেটাও যদি চায় তাহলে তার পরিণাম তাদেরকেই ভুগতে হবে।”
সব মিলিয়ে এই মুহূর্তে গোটা কলকাতা জুড়ে রয়েছে উত্তেজনাময় পরিস্থিতি। বিজেপির এই মিছিলকে কেন্দ্র করে অবরুদ্ধ হতে পারে কলকাতা। সেই আশঙ্কায় ভুগছেন আমজনতা। অন্যদিকে বিজেপির এই মিছিলকে সবরকম ভাবে প্রতিরোধ করতে প্রস্তুত প্রশাসন।
১৯ জেলায় সেঞ্চুরি পেট্রোলের, প্রহর গুনছে কলকাতা
বিজেপির প্রশ্ন পুরসভাকে এড়িয়ে কিভাবে সম্ভব হলো ভুয়ো টিকাকরণ? দেবাঞ্জন কিভাবে বছরের-পর-বছর প্রশাসনের বুকে বসে জালিয়াতি করলেন? আর তা কেউ টের পেলেন না কেন?
বিশ্লেষকদের মতে কিছুটা হলেও বিজেপির পুরসভা অভিযানকে কেন্দ্র করে চাপে রয়েছে শাসক শিবির> বিজেপির সর্বভারতীয় নেতারাও সোচ্চার হয়েছেন ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে। রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে রাজপথে নামছে বিজেপি। পরিস্থিতি কোন দিকে যায় সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।