আজই তৃণমূলে প্রণব পুত্র, উপনির্বাচনে জঙ্গিপুর থেকে প্রার্থী হবেন তিনি- দাবি জেলা তৃণমূল নেতৃত্বের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ জল্পনা আগেই ছিল। এবার সেই জল্পনা সত্যি করে তৃণমূলে যোগ দিচ্ছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। আজ বিকেল চারটের সময় তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করবেন পার্থ চট্টোপাধ্যায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিশেষ যোগদান পর্বে উপস্থিত থাকতে পারেন অভিজিৎ মুখোপাধ্যায়।
সূত্রের খবর, আজই অভিজিৎ মুখোপাধ্যায়ের আনুষ্ঠানিক যোগদান পর্ব হয়ে যেতে পারে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়দের হাত ধরেই। গত ১০ জুন প্রথম তৃণমূল নেতা মন্ত্রীদের সঙ্গে প্রাক্তন কংগ্রেস সাংসদের ছবি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে।
তৃণমূল সাংসদ খলিলুর রহমান সে সময় বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন জেলায়। জাকির হোসেনের সঙ্গে দেখা করার পর প্রণব পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় সঙ্গে তৃণমূল নেতৃত্ব সেদিন দেখা করেন। যদিও সেই সাক্ষাৎ সৌজন্যমূলক ছিল বলে দাবি করেন উভয় পক্ষ।
এরপর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে এসে দেখা করেন অভিজিৎ মুখোপাধ্যায়। তারপর থেকেই ক্রমশ বাড়তে থাকে জল্পনা। জঙ্গিপুর জেলা তৃণমূল সূত্রের দাবি, জাকির হোসেনের পরিবর্তে এবার জঙ্গিপুর থেকে উপনির্বাচনে প্রার্থী হতে পারেন অভিজিৎ মুখোপাধ্যায়।
চলতি বছর বোমার আঘাতে নিমতিতা স্টেশন আহত হন জাকির হোসেন। তারপর থেকেই শারীরিক অসুস্থতায় সেভাবে সংগঠনের দিকে নজর দিতে পারছেন না তিনি। এছাড়াও জেলায় তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ।
২০২১ এর বিধানসভা নির্বাচনে জঙ্গিপুর থেকে জাকির হোসেনকে প্রার্থী করা হলেও স্থগিত হয়ে যায় জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের নির্বাচন। করোনা পরিস্থিতি উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এবং উভয় কেন্দ্রে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীদের করোনায় মৃত্যুর পরেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় ওই দুই কেন্দ্রে স্থগিত রাখা হবে ভোট।
অন্যদিকে এবারের বিধানসভার নির্বাচনে পশ্চিমবঙ্গে মাটিতে কংগ্রেসের ধরাশায়ী পরিস্থিতি। মুর্শিদাবাদ বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত। সেখান থেকেও কংগ্রেস ধুলিস্যাৎ। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্ব নিয়ে ইতিমধ্যেই দ্বিধাবিভক্ত কংগ্রেস শিবির।
একাধিক কংগ্রেস কর্মী বুঝে উঠতে পারছেন না তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা কি হতে পারে। এই পরিস্থিতিতে নতুন করে পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো একটা চ্যালেঞ্জ। এমত অবস্থায় প্রণব পুত্রের তৃণমূলে যোগদান নিঃসন্দেহে তৃণমূলের সংগঠনকে আরো চাঙ্গা করবে মুর্শিদাবাদ জেলায়।