লালবাড়িতে গেরুয়া অভিযান ঘিরে ধুন্ধুমার কলকাতায়, বিজেপি কর্মীদের গ্রেপ্তার পুলিশের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির পৌরসভা অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতার। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে পুরসভা যাওয়ার কথা বিজেপি কর্মী সমর্থকদের। যদিও মিছিলের অনুমতি দেয়নি লালবাজার।

মিছিলের শুরু থেকেই রুট বদল করে দেওয়া হয়। হিন্দ সিনেমা থেকে মিছিল গনেশ চন্দ্র এভিনিউ দিকে এগোচ্ছে। সেখানেই ওয়েলিংটনে মিছিল আটকে দেয় পুলিশ। সেন্ট্রাল এভিনিউতে মিছিল আটকে দেয় পুলিশ। এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে বিজেপি কর্মী সমর্থকদের একে একে গ্রেফতার করতে শুরু করেছে পুলিশ।

প্রথমে জানা গেছিল,  সুবোধ মল্লিক স্কোয়ারে জমায়েত করে সেখান থেকে নির্মলচন্দ্র স্ট্রিট ধরে ওয়েলিংটন মোড় হয়ে রফি আহমেদ কিদোয়াই রোড হয়ে এস এন ব্যানার্জি রোড পৌছবে মিছিল। তারপর সেখান থেকে গন্তব্য কলকাতা পুরসভা। ইতিমধ্যেই ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে সেন্ট্রাল এভিনিউতে। শুরু হয়ে গিয়েছে পুলিশের ধরপাকড়।

সুস্মিতার লেখা সেই তালিবানি ভয়ঙ্কর দিন ফের ফিরছে আফগানিস্তানে

বিজেপি নেতৃত্বদের অভিযোগ শান্তিপূর্ণ মিছিলে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে প্রশাসন। মিছিল ছত্রভঙ্গ করতে মেট্রো চ্যানেলে তৈরি রয়েছে জলকামান। রাহুল সিনহা, সায়ন্তন বসু থেকে শুরু করে দিলীপ ঘোষ সহ রাজপথে নেমেছেন বিজেপির প্রথম সারির নেতৃত্বরা।

পুরসভার গেটে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ফোর্স এবং মহিলা পুলিশ। এছাড়া প্রচুর পরিমাণে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা রয়েছে। মিছিলে রয়েছেন মহিলা মোর্চার নেত্রী অগ্নিমিত্রা পল।

সম্পর্কিত পোস্ট