ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে নবান্নে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা রুখতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ নিয়ে ফের প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। নবান্নে রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠক করেন জাতীয় মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি।

হাইকোর্টের নির্দেশেই রাজ্যে বিভিন্ন জায়গায় ভোটপরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছে এই দল। এদিন নবান্নে প্রায় আধঘণ্টা ডিজির সঙ্গে বৈঠক করেন মানবাধিকার কমিশনের আধিকারিকরা। সকাল ১০ টা ৫০ মিনিট নাগাদ শুরু হয় সেই বৈঠক। জানা গিয়েছে, হাইকোর্টের নির্দেশে এই জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল রাজ্যে এসেছে।

রাজ্যের বিভিন্ন এলাকায় ভোটপরবর্তী হিংসায় শিকার মানুষের সঙ্গে দেখা করছেন তাঁরা। এই পরিস্থিতি নিয়ে রিপোর্ট তৈরি করছেন প্রতিনিধিরা। এই রিপোর্ট হাইকোর্টে পেশ করা হবে। রাজ্য সরকারের কাছ থেকেও তাঁরা রিপোর্ট নেবেন তাই ডিজির সঙ্গে আলোচনা করেছেন দুই প্রতিনিধি।

কোনও অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে নিতে হবে বিস্তারিত খোঁজ, বিধায়কদের কড়া নির্দেশ দলের

হাইকোর্টে বারবার ভোটপরবর্তী হিংসা নিয়ে রাজ্য জানিয়েছে, ৫ তারিখ পর্যন্ত আইন শৃঙ্খলা রাজ্যের হাতে ছিল না। তখন জাতীয় নির্বাচন কমিশনের হাতে ছিল। তাই রাজ্যের দায় নেই, ক্ষমতায় আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।

যদিও আদালত এই দাবি মেনে নেয়নি। এদিন ডিজিকে মানবাধিকার কমিশনের তরফে জানানো হয়েছে, কাদের বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযুক্তদের বিরুদ্ধি কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সেই নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট নেয় মানবাধিকার কমিশন। রাজ্যের রিপোর্টের সঙ্গে নিজেদের রিপোর্ট মিলিয়ে দেখেন কমিশনের প্রতিনিধিরা

সম্পর্কিত পোস্ট