করোনা আবহে এবারেও ভার্চুয়ালি শহীদ দিবস
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ স্বাভাবিক হয়নি করোনা পরিস্থিতি। তাই এবারও একুশে জুলাই শহীদ দিবস পালন করা হবে ভার্চুয়ালি। সোমবার তৃণমূল ভবনে তা ঘোষণা করে দেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। তৃতীয়বার দু’শোর বেশি সিট নিয়ে জয়ী হয়ে আসার পর বিজয় উৎসব স্থগিত রেখেছিল তৃণমূল।
জানা গিয়েছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বিজয় উৎসব পালন করা হবে। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলিকে আমন্ত্রণের কথা জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
গতবারও করোনা আবহে ভার্চুয়ালি পালন করা হয়েছিল। একুশে জুলাই বিভিন্ন জেলায় পার্টি অফিসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য সম্প্রচার করা হয়েছিল। এছাড়া জেলার নেতৃত্বের উদ্যোগে সংশ্লিষ্ট এলাকায় শহীদ দিবস পালন করেছিলেন সেই একই পন্থা অবলম্বন করা হচ্ছে এবার।
তালিবান অনলাইন ক্যাব বুকিং! যাত্রীদের ভিড়
দলীয় কর্মীদের কাছে বক্তব্য পৌঁছে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক ও ইউটিউবকে ব্যবহার করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে যে বিধানসভা ভোটের জয় উদযাপন করার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না।
চলতি বছর করোনার কারণে বিধিনিষেধ জারি করা হয়েছে। ১৫ জুলাই পর্যন্ত তা বহাল থাকবে। করোনা আবহে জমায়েত করা হলে তা থেকে অন্য বিপত্তি ঘটতে পারে। তাই সজাগ থেকে শহীদ দিবস উদযাপন করছে তৃণমূল কংগ্রেস।