১ জুলাই থেকে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব, একগুচ্ছ ঘোষণা মমতার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য সরকার গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের বাজেটে কুড়ি শতাংশেরও বেশি অর্থ বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। আজ বিধানসভায় বাজেট পেশের পর একে জনমুখী বাজেট উল্লেখ করে ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
সেখানেই তিনি বলেন, গত অর্থবছরে রাজ্যে যেখানে দুই লক্ষ ৫৫ হাজার ৬৭৭কোটি টাকার বাজেট ছিল চলতি অর্থবছরে তা বেড়ে ৩ লাখ আট হাজার ৭২৭ কোটি টাকা হয়েছে। গত অর্থবছরে কেন্দ্র সরকার রাজ্যের জন্য বরাদ্দের ১৪ হাজার ২২৫ কোটি টাকা দেয়নি বলে তিনি অভিযোগ করেন।
বর্তমান পরিস্থিতিতে দেশে যেখানে রাজস্ব ঘাটতির পরিমাণ ছিল ৯.৩ শতাংশ। সেখানে বাংলায় ঘাটতি মাত্র ৩.৮৬ শতাংশ বলে মুখ্যমন্ত্রী জানান। একশো দিনের কাজ প্রকল্পে ১ কোটি ১৮ লক্ষ মানুষকে কাজ দিয়ে রাজ্য শীর্ষস্থান দখল করেছে বলেও মুখ্যমন্ত্রী এদিন জানান।
কোভিড পরিস্থিতি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “টিকা তো বাজারে এসে গিয়েছিল, দ্বিতীয় ঢেউ আসার আগে কেন দেশবাসীকে টিকা দেওয়া হল না? এখন তো বিরোধী রাজ্যগুলিকে কম টিকা দেওয়া হচ্ছে।”
যুব মোর্চার পদ থেকে ইস্তফা বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-র
একইসঙ্গে তাঁর প্রশ্ন, “কেন্দ্রীয় বাজেটে কোভিড টিকার জন্য ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এছাড়াও ছিল পিএম কেয়ারস। সেই টাকা কোথায় গেল?”
পেট্রোল- ডিজেল বিক্রি করে কেন্দ্র সরকার রাজ্য থেকে ৩ লক্ষ ৭১ হাজার কোটি টাকা আয় করলেও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সাধারণ মানুষের কথা ভাবছে না।এমনটাই রাজ্য সরকার অভিযোগ করেছে।
চলতি অর্থবছরের বাজেটের উপরে প্রতিক্রিয়া দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বিধানসভায় সাংবাদিকদের বলেন গত এক বছরে গ্যাসের দাম সিলিন্ডার পিছু ২৭৬ টাকা বেড়েছে। গত ১৪ মাসে দাম ৪৭ শতাংশ বেড়েছে বলে তিনি অভিযোগ করেন। উজ্জ্বলা যোজনা নিয়ে কেন্দ্র সরকার নাটক করছে বলেও তিনি জানান। এইসব নিয়ে কেন্দ্রকে চিঠি দিলেও ইচ্ছাকৃতভাবে তারা চিঠির কোনো জবাব দিচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ।
বর্তমান অবস্থায় রাজ্যে ১,২ শতাংশ জিডিপি বৃদ্ধি হয়েছে বলেও তিনি জানিয়েছেন। জ্বালানির লাগামছাড়া মূল্যবৃদ্ধিতে রাজ্য সরকার পরিবহনে কিছুটা ছাড় দিতে ১ জুলাই থেকে আগামী ৩১ শে ডিসেম্বর পর্যন্ত রোড ট্যাক্স মকুব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এছাড়া পেট্রোল-ডিজেলের দামের উপরে রাজ্যের যে সেশ থাকে সেটিও ছাড় দেওয়া হবে বলে তিনি জানান।