কয়লা কাণ্ডে এবার রাজ্যের ৭ আইপিএসকে তলব ইডির

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কয়লা কাণ্ডে এবার রাজ্যের ৭ আইপিএসকে তলব করল ইডি। ২৬ শে জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে ভার্চুয়ালি করা হতে পারে জিজ্ঞাসাবাদ।

কয়লা কাণ্ডে এই প্রথমবার নয় এর আগেও একাধিক আইএএস বা আইপিএস অফিসারদের নাম জড়িয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই।এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরদের তালিকায় মোট ৭ জনের নাম রয়েছে।

জানা গেছে, আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ শে জুলাই। সিলভা মুরুগান মুখোমুখি হবেন ২৮ জুলাই। শ্যাম সিং ৩০ শে জুলাই। রাজিব মিশ্রকে জেরা করা হবে ২ আগস্ট। সুকেশ জৈনকে ৪ আগস্ট, জ্ঞানবন্ত সিং কে ৫ আগস্ট এবং তথাগত বসুকে ৬ আগস্ট তলব করা হয়েছে।

বোরখা ফেলে আফগানি নারীরা নিলেন A K 47, তালিবান খতম করার কসম

আগেই সিবিআইয়ের নজরে এসেছিলেন তারা। এদের মধ্যে অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। মে মাসে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিং-কে। সে সময় এডিজিকে জিজ্ঞাসাবাদ করেছিলেন সিবিআই আধিকারিকরা।

পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন জ্ঞানবন্ত সিং। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন কয়লা কাণ্ডের মূল চক্রী অনুপ মাঝি ওরফে লালার সঙ্গে জ্ঞানবন্ত সিংয়ের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। জুন মাসেই অনুপ মাঝি ওরফে লালার গ্রামের বাড়ি পুরুলিয়ার নিতুরিয়াতে তল্লাশি চালিয়ে ছিল ইডি।

সম্পর্কিত পোস্ট