TMC vs Suvendu Adhikari: ‘দলদাস’ স্পীকার ! শুভেন্দুর বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ তৃণমূলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্য বিধানসভার অধিবেশন। এরই মধ্যে স্বাধীকার ভঙ্গের নোটিশ দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জমা দেন।

তিনি জানান, “রাজ্যপালের বক্তব্যের উপর বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভোট নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। একইসঙ্গে বিষয়টি নিয়ে স্পিকার শুভেন্দু অধিকারীকে কথা বলতে নিষেধ করায় শুভেন্দু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘দলদাস’ বলে অভিহিত করেছিলেন। যা স্পিকারের কাছে চরম অবমাননাকর বলেই মনে করছেন অনেকে।”

তৃণমূল পরিষদীয় দলের মতে, শুভেন্দু এমনটা বলে আসলে সংসদের স্পিরিট নষ্ট করেছেন। অসম্মান করেছেন সংসদীয় রীতি-নীতিকে। এই কারণেই তাঁর বিরুদ্ধে অভিযোগ জমা দিচ্ছে তৃণমূল। সূত্রের খবর, বুধবারই এই ঘটনার ফুটেজ চেয়ে পাঠিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। সেই ফুটেজ খতিয়ে দেখেই ব্যবস্থা নেওয়া হতে পারে।

স্বাধীকার বন্ধের নোটিশ বিধানসভায় নতুন কিছু নয়। তবে বিরোধী দলনেতাকে এই নোটিশ দেওয়া কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পর্যবেক্ষকদের মতে, শাসকদলের বিরুদ্ধে শুভেন্দু যেমন পদে-পদে লড়াইয়ের বার্তা দিচ্ছেন, তেমনই শাসক শিবিরও বুঝিয়ে দিচ্ছে দলনেতাকে শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।

কয়লা কাণ্ডে এবার রাজ্যের ৭ আইপিএসকে তলব ইডির

বিধানসভায় এদিন আরও আরেক জনের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ আনা হয়েছে। তৃণমূল বিধায়ক তাপস রায় সিপিএমের যুবনেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিশ দেন। তার কারণ শতরুপ নাকি একটি সংবাদমাধ্যমে স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন। সব মিলিয়ে প্রায় প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠছে বিধানসভা, শাসক-বিরোধী তরজায়।

সম্পর্কিত পোস্ট