আজই জানা যাবে পিএসি-র চেয়ারম্যানের নাম
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পিএসি-র চেয়ারম্যান কে? জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরে। মনে করা হচ্ছে আজই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নাম ঘোষণা করবেন। তবে শুভেন্দু-মুকুল দ্বৈরথে এগিয়ে রয়েছেন মুকুল রায়ই।
পিএসি পদে ভোট হলে তৃণমূলই জিতবে। তা নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানিয়েছিলেন, “পিএসি-এর জন্য যে কেউ মনোনয়ন জমা দিতে পারে। মুকুল রায় তো বিজেপির বিধায়ক অসুবিধা কোথায়!”
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর দ্বন্দ্ব প্রকট, বাড়ছে জ্বালানি তেলের দাম
একুশের নির্বাচনের পর রাজ্যের প্রধান বিরোধী দল হয়ে উঠেছে বিজেপি৷ প্রথা অনুযায়ী বিধানসভার পিএসি’র চেয়ারম্যান পদ পান বিরোধীরা৷ প্রসঙ্গত, এই পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন মুকুল। তারপরই জটিলতা তৈরি হয়৷
মুকুল রায়ের মনোনয়ন পত্রে সই করেন গোর্খা জনমুক্তি মোর্চার এক বিধায়ক এবং দ্বিতীয় প্রস্তাব হিসাবে সই করেন তৃণমূলের এক বিধায়ক। যে কারণে এই মুহূর্তে পাল্লা ভারী মুকুল রায়ের দিকেই।
বিজেপি থেকে তৃণমূলে যাওয়ার পরেই মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবীতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, আমি ৬৪ পাতার অভিযোগ স্পিকারের কাছে জমা দিয়েছি। তৃণমূলে যোগ দেওয়ার পরেই তৃণমূল জোর করে পিএসি কমিটিতে থাকার কথা জানিয়েছে। মুকুল রায় বিধায়ক থাকবেন না। তাই তাঁর পিএসি চেয়ারম্যান পদে থাকার কোনও প্রশ্ন থাকে না।
প্রসঙ্গত, পিএসি সদস্যপদ নিয়ে ৬ জন বিধায়কের নাম জমা দিয়েছে বিজেপি। অশোক লাহিড়ীকে পিএসি চেয়ারম্যান করার দাবীতে আলাদা করে চিঠিও দিয়েছে গেরুয়া শিবির। ছয় জন বিধায়কের মধ্যে রয়েছে নিখিল দে, বঙ্কিম ঘোষ, বিবেকানন্দ বাউড়ি এবং অম্বিকা রায়।