হাড়িভাঙ্গা আমে আপ্লত মমতা, ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সেই চিঠিতে হাড়িভাঙ্গা আম পাঠানোর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লিখেছেন, “আপনার পাঠানো আম পেয়ে আমার খুব ভালো লেগেছে। বাংলাদেশের রংপুর জেলার হাড়িভাঙ্গা আমের নাম আমি শুনেছিলাম। আগে কখনো খাইনি । আপনি এত আম পাঠিয়েছেন যে আমি দুহাত ভরে বিলিয়েছি। ওই আমের মধ্যে আপনার যে স্নেহ এবং বাংলাদেশের যে সৌরভ মিশে আছে তাকে আমি সম্মান জানাই। আমি সত্যিই আপ্লুত।”
উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জুলাই দুপরে বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের সমস্ত নিয়ম শেষে ভারত ও বাংলাদেশের পেট্রাপোল ও বেনাপোল শুল্ক স্টেশনের জিরো পয়েন্টে ভারতের প্রতিনিধি মো. সামিউল কাদের প্রথম সচিব রাজনৈতিক উপহারের আম গ্রহণ করেন। ২৬০০ কেজি আম পাঠিয়েছিলেন তিনি।
করোনা সংকটেও আম-কূটনীতি তুঙ্গে। ভারত-পাকিস্তান-বাংলাদেশের বিশেষ বিশেষ আমের পারস্পরিক বিনিময় চলছে। উপমহাদেশের বহু প্রাচীন রীতির সৌজন্য উপহার তো বটেই, আসলে আম আমেজে মিশে থাকে কূটনৈতিক বার্তা।
সীমান্ত দিয়ে আসা যাওয়া বন্ধ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহারে দিল্লির কূটনৈতিক মহল ম ম করছে। করোনাভাইরাসের টিকা পাওয়ার চুক্তি মাফিক পুরো চালান না পেয়ে রাশিয়া ও চিনের টিকার উপরেই ভরসা করেছে বাংলাদেশ। তবে ভারতের জন্য আম শুভেচ্ছা দিয়েছে ঢাকা।