স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১৩৫৫ কোটি টাকা ঋণের আবেদন জমা পড়েছে
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় ১৩৫৫ কোটি টাকা ঋণের আবেদন জমা পড়েছে। এরাজ্যের পাশাপাশি রাজ্যের পড়ুয়ারাও এই প্রকল্পে উচ্চশিক্ষার জন্য ঋণ চেয়ে আবেদন জানিয়েছেন ।৯ জুলাই পর্যন্ত মোট ২৫,৮৪৭ টি আবেদন জমা পড়েছে। আবেদনকারীর মধ্যে ছাত্র ১৬,৩৮৪ জন। ছাত্রীর সংখ্যা ৯,৪৬১ বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর।
জানা গেছে, ওই প্রকল্পে এ রাজ্য থেকে এখনো পর্যন্ত ১৯,৯৪৮ জন পড়ুয়া স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণের জন্য আবেদন জানিয়েছেন। রাজ্যের বাইরে পড়াশোনা করেন এমন আবেদনকারীর সংখ্যা ৫,৮৯৯। পড়ুয়াদের সুবিধার জন্য অনলাইন আবেদন জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। আলাদা পোর্টাল করা হয় সেই আবেদন নেওয়ার জন্য।
একইসঙ্গে কেউ চাইলে এগিয়ে বাংলা পোর্টাল কিংবা উচ্চশিক্ষা দফতরের পোর্টালেও আবেদন করতে পারেন। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের গ্যারান্টার হবে রাজ্য সরকার। প্রতিযোগিতামূলক পরীক্ষা ও তার প্রশিক্ষণের জন্যেও ছাত্রছাত্রীরা এই কার্ডের মাধ্যমে ঋণ নিতে পারবেন।
বাংলাদেশ: কারখানার ভিতর মানুষ পোড়ার গন্ধ, বাইরে আর্তনাদ
কোর্স ফি, টিউশন ফি, কম্পিউটার, ল্যাপটপ কেনার জন্যেও ঋণ দেওয়া হবে। কেউ চাইলে এক বারে ১০ লক্ষ টাকা ঋণ নিতে পারেন, আবার কেউ ধাপে ধাপে ২ লক্ষ টাকা বা ৪ লক্ষ টাকা করেও ঋণ নিতে পারেন। গত ৩০ জুন থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে।