প্রাক্তন দেহরক্ষীর রহস্যমৃত্যু, শুভেন্দুর বাড়িতে CID, চলছে জিজ্ঞাসাবাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ শুভেন্দু অধিকারীর শান্তিকুঞ্জের বাড়িতে পৌঁছে গেল সিআইডির দল। আজ সকালে কাঁথি থানায় যান তদন্তকারী অফিসাররা। পুলিশের কাছে তথ্য নিতে থানায় যায় সিআইডি। সেখানে আইসি- র সঙ্গে বৈঠক করেন তারা। বুধবার বিধানসভার বিরোধী দলনেতার বাড়ির উলটো দিকে নিরাপত্তারক্ষীদের থাকার জায়গায় প্রথমে পৌঁছন তারা।
শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনায়, সম্প্রতি নতুন করে অস্বস্তিতে পড়েছেন বিরোধী দলনেতা। মৃতের স্ত্রী-র অভিযোগের ভিত্তিতে রুজু করা হয়েছে খুন এবং ষড়যন্ত্রের মামলা।
গত ১৭ জুন কাঁথি থানায় এফআইআর দায়ের করেছেন প্রাক্তন নিরাপত্তারক্ষীর স্ত্রী।এরপর শুক্রবার এই ঘটনায় খুন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে কাঁথি থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্তের নথিপত্র নিতে আজ কাঁথি থানায় হাজির হয় সিআইডি।
উল্লেখ্য ২০১৮ সালের ১৩ অক্টোবর আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি করে শুভেন্দুর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। দ্রুত তাঁকে কলকাতায় আনার চেষ্টা করা হলেও সেসময় অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি বলে অভিযোগ করেন শুভব্রতের স্ত্রী সুপর্ণা।
২১ জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন বিহারীবাবু
অবশেষে দীর্ঘসময় পর অ্যাম্বুলেন্স পাওয়া গেলেও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় শুভব্রতের। দীর্ঘ তিন বছর পর স্বামীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে এফআইআর দায়ের করেছেন সুপর্ণা। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে কেন এতদিন মুখ খোলেননি তিনি?
যদিও পাল্টা সুপর্ণা দেবী জানিয়েছেন জেলা শুভেন্দু অধিকারী এবং তার পরিবারের যে দাপট ছিল সেই কারণে তিনি ভয় অভিযোগ করতে পারেননি। কারণ আশঙ্কা ছিল হয়তো তদন্ত সঠিকভাবে হবে না। তবে এখন পরিস্থিতি বদলে যাওয়ার পর তিনি অভিযোগ দায়ের করেছেন এবং আশা প্রকাশ করছেন গোটা ঘটনার যথাযথ তদন্ত করা হবে।