সরকার গড়লে তালিবানদের সঙ্গে কাজ করার বার্তা ইংল্যান্ডের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আফগানিস্তানে তালিবান জঙ্গিরা যদি ফের সরকার গড়ে, তাকে মেনে নিতে পারে ইংল্যান্ড। এমনই বার্তায় বিশ্ব জুড়ে শোরগোল।
লন্ডনের অন্যতম প্রধান সংবাদপত্র “Daily Telegraph” কে আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়লেস। তিনি কূটনৈতিক আঙ্গিকে বলেছেন, আফগানিস্তানের যে কোনও সরকার যদি আন্তর্জাতিক আইনকানুন মেনে চলে, তবে ইংল্যান্ড সরকার তাদের সঙ্গে কাজ করবে।
এদিকে আফগানিস্তানে তালিবান জঙ্গিরা বিভিন্ন প্রদেশের জেলাগুলিতে নিজেদের ভয়ঙ্কর শরিয়া আইন চালু করেছে। প্রকাশ্যে মহিলারা বের হলেই চরম শাস্তির ব্যবস্থা রয়েছে। পূর্ববর্তী তালিবান সরকারের আমলের ভয়াবহ পরিস্থিতি ফিরতে পারে আফগানিস্তানে এমনই আশঙ্কা। তবে সরকারি সেনা বিভিন্ন এলাকায় লড়ছে।
আগামী ৩১ আগস্ট আফগানিস্তানে মার্কিন সেনা তাদের দায়িত্ব শেষ করবে। তাদের ফিরে যাওয়া শুরু হতেই তালিবান হামলায় বিপর্যস্ত সরকার।
এই অবস্থায় ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেসের মন্তব্য প্রবল বিতর্ক এলে দিল। তিনি বলেছেন, যদি তারা (তালিবান) মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত হয়, তবে পর্যালোচনা করা হবে।
ইতিমধ্যেই আফগানিস্তানে তালিবান নিয়ন্ত্রিত এলাকায় নৃশংস অত্যাচার শুরু হয়েছে বলে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবর। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর দাবি তালিবান যে কোনও মূল্যে আন্তর্জাতিক মহলের স্বীকৃতি চাইছে।
গোরু খোঁজার মতো চেষ্টা, ভ্যানিশ ভারত-বাংলাদেশের JMB প্রধান সালাউদ্দিন
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য প্রকাশ হতেই প্রশ্ন উঠল, ইংল্যান্ড সরকার কেন তালিবানদের প্রতি সদন হলো। যদি কাবুলে ফের এই জঙ্গিদের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে জঙ্গিদের সঙ্গে কোন কূটনৈতিক উপায়ে সংযোগ করবে ইংল্যান্ড ?
তালিবান জঙ্গিরা আফগানিস্তানের সঙ্গে সবকটি দেশের সীমান্ত এলাকায় নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে। যদিও প্রতিবেশি দেশগুলি নিজস্ব নিরাপত্তার জন্য আফগানিস্তানের সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। চিন্তিত ভারত। একাধিক প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে। আফগানিস্তানে তালিবান অগ্রগতি রুখতে তৈরি হচ্ছে রাশিয়া।