শনিবারও যাত্রী সুবিধার্থে চলবে মেট্রো, বিবৃতি মেট্রোরেল কর্তৃপক্ষের

দ্য কোয়ারি ডেস্ক: রাজ্যজুড়ে করোনার বিধিনিষেধ বেড়েছে ৩০ জুলাই পর্যন্ত। এই পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোয় সবুজ সঙ্কেত দেয়নি রাজ্য। তবে সপ্তাহে কর্মব্যস্ত পাঁচটি দিন সোম থেকে শুক্র শর্তসাপেক্ষে মেট্রো চালানোর অনুমতি দিয়েছে।

নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে ১৬ তারিখ থেকে যাত্রীদের নিয়ে চলবে মেট্রো। নবান্নের তরফে বিবৃতি প্রকাশের পরই বিবৃতি দিয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ মেট্রো চালুর কথা জানিয়ে দিয়েছে। একইসঙ্গে এদিন জানিয়ে দেওয়া হয়েছে ট্রেনের সময়সূচীও।

একইসঙ্গে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোর চাকাও ঘুরবে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত মোট ৪৮ টি মেট্রো চলবে এই রুটে। সময় সকাল ৮টা থেকে রাত ৯ টা পর্যন্ত।শেষ ট্রেন ছাড়বে রাত ৮টায়।দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত দিনে মোট ১৯২ টি মেট্রো চলবে বলে জানা গিয়েছে।

যাত্রী সুবিধার কথা মাথায় রেখেই শনিবার পুরোপুরি বন্ধ রাখা হবে না মেট্রো পরিষেবা। আপাতত জরুরী পরিষেবা সঙ্গে যুক্তরা পরিচয় পত্র দেখিয়ে উঠতে পারবেন মেট্রোয়। শনিবারও ঠিক এই ভাবেই চলবে। শুধু শনিবারে ১০৪ টি মেট্রো চলবে। রবিবার পুরোপুরি পরিষেবা সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

করোনা পরিস্থিতির কথা চিন্তা করে এখনি সকলের জন্য চালু হচ্ছে না মেট্রো। বন্ধ থাকছে টোকেন পরিষেবা। স্মার্ট কার্ড ব্যবহার করে মেট্রো চলাচল করা যাবে। ট্রেনের ভিতরে এবং বাইরে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার পাশাপাশি মাস্ক পড়ে থাকার আর্জি জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট