সমবেতনের দাবিতে বন্ধ কাজ, কোভিড পরিস্থিতিতে অচলাবস্থা মেডিকেলে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বেতন বৃদ্ধির দাবিতে এবার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন পাক সার্কাস চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজের গ্রুপ ডি স্টাফরা। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তাদের দাবি দীর্ঘদিনের। চুক্তিভিত্তিক কর্মীদের গ্রুপ ডি স্টাফদের মত সমবেতন দেওয়া হোক।

সেই দাবি না মানায় বৃহস্পতিবার সকাল থেকেই কাজ বন্ধ করে দিয়েছেন তারা।এই পরিস্থিতিতে হাসপাতালের কাজকর্ম ব্যাহত হচ্ছে। তবে কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন এই বিক্ষোভের ফলে চিকিৎসার পরিসেবা থেকে কোনো ভাবেই বঞ্চিত হবে না রোগীরা।

ঠিকা কর্মীদের বক্তব্য বিধানসভা নির্বাচনের আগে এই বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন তাঁরা। সেসময় কর্তৃপক্ষ আশ্বাস দিলেও ভোটের ফল প্রকাশের পর কেটে গিয়েছে দুমাস। সেই আশ্বাস বাস্তবে পরিণত হয়নি। এক প্রকার বাধ্য হয়েই প্রতিবাদে নামতে বাধ্য হয়েছেন তারা।

TMC in Election Commission: দ্রুত উপনির্বাচন চেয়ে দিল্লিতে কমিশনের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল

ঠিকা কর্মীরা জানাচ্ছেন কারোর বেতন সাড়ে সাত হাজার টাকা। কারোর বেতন ১০ হাজার টাকা। এই মাইনেতে চলছে না কোনোভাবেই। সকালে যারা ওয়ার্ডে কাজ করেন তাদের বেতন সাড়ে ১০ হাজার করা হলেই,  পুনরায় কাজ চালু করবেন তারা।

হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজকর্ম করে থাকেন গ্রুপ ডির কর্মীরা। জরুরী কালীন এই পরিষেবায় যদি  হাসপাতালে কাজ বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন রোগীরা।  নন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বিষয়টি নিয়ে আলোচনা মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। তবে সেই আলোচনা কখন হবে তা এখনও কিছু জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে।

সম্পর্কিত পোস্ট