দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের সদস্যপদ বাতিল নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত বিজেপির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দলত্যাগ বিরোধী আইনে রাজ্য বিধানসভায় মুকুল রায়ের সদস্যপদ বাতিল নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবে বলে বিজেপি জানিয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ নিজের ঘরে বিজেপির পরিষদের নেতাদের ডেকে তাঁদের অভিযোগ শোনেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও দুই বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও সুদীপ মুখোপাধ্যায় অধ্যক্ষের ঘরে শুনানিতে অংশ নেন।
মুকুল রায় যে বিজেপি-র প্রতীকে নির্বাচিত হয়ে তৃণমূলে যোগ দিয়েছেন, সেই অভিযোগের সমর্থনে বেশ কিছু অডিও এবং ভিডিও ক্লিপিংস সহ বেশ কিছু নথি অধ্যক্ষের কাছে জমা দেওয়া হয়৷ পাশাপাশি মুকুল রায়ের ট্যুইটার হ্যান্ডেলের ছবিও অধ্যক্ষকে জমা দেওয়া হয়৷ আগামী ৩০ জুলাই ফের এই অভিযোগের পরবর্তী শুনানি করবেন বলে অধ্যক্ষ তাঁদের জানিয়েছেন।
Team Changing Cases Hearing: স্পিকারের সঙ্গে ৩ মিনিটের কথা শুভেন্দুর, পরবর্তী শুনানি ৩০ জুলাই
তবে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ সংক্রান্ত মামলায় অধ্যক্ষের ভূমিকায় বিজেপি অসন্তোষ প্রকাশ করেছে।বিধানসভায় শুনানি শেষে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন বিগত দশ বছরে রাজ্য বিধানসভায় অনেক দলবদল হয়েছে৷ কিন্তু কোনও ক্ষেত্রেই অভিযোগের সুরাহা হয়নি৷ তাই এই ব্যবস্থার উপরে তাঁদের কোনও আস্থা নেই৷ এই অভিযোগ নিস্পত্তিতে তারা আদালতের দ্বারস্থ হচ্ছেন বলুন শুভেন্দু বাবু জানিয়েছেন।
তিনি বলেন রাজ্যের দলত্যাগ বিরোধী আইন কার্যকর করা এবং নির্ধারিত সময়ের মধ্যে বিধানসভায় এই সংক্রান্ত অভিযোগের নিষ্পত্তি করার দুই দাবি নিয়ে তারা আদালতে যাবেন।তবে , অধ্যক্ষ যতবার শুনানির জন্য ডাকবেন, তিনি আসবেন বলেও বিরোধীদল নেতা জানান।