উচ্চ প্রাথমিকে নিয়োগ পরীক্ষা সঠিক না হলে খুন করা হবে প্রার্থীদের, প্রেসক্লাবে বার্তা হিজবুলের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সাতসকালে উত্তরদিনাজপুর প্রেসক্লাবে মিলল চিঠি। পাঠিয়েছে হিজবুল মুজাহিদিন জঙ্গি সংগঠন। সঙ্গে একটি সিডি।যাতে রয়েছে ভিডিও বার্তা। ভিডিওতে থাকা ব্যক্তি নিজেকে হিজবুল মুজাহিদিনের সদস্য তৌসিব আলি বলে দাবি করেছে। গোটা ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রেসক্লাবের তরফ থেকে রায়গঞ্জ জেলা পুলিশ সুপার সুমিত কুমার সহ জেলা এবং রাজ্য পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী প্রেস ক্লাবে এসে পৌঁছায়। রায়গঞ্জ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জানা গেছে, শনিবার সকালে সাংবাদিকরা প্রেস ক্লাবে এসে বারান্দায় একটি সিডি দেখতে পান। সিডিটি প্লাষ্টিক কাগজে মোড়া ছিল। তাতে লেখা ছিল “এটি পাওয়া মাত্রই সব চ্যানেলে টেলিকাস্ট করতে হবে। নাহলে হিংসার শিকার হবে।”

সিডিটি চালিয়ে দেখা যায় এক ব্যক্তি বক্তব্য রাখছেন। এই বক্তব্য দেখার পর সাংবাদিকরা আতঙ্কিত হয়ে পড়েন। রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সুমিত কুমার সহ জেলা এবং রাজ্য পুলিশ কর্তাদের জানানো হয়।

উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি অমিত সরকার বলেন, চিঠি ও সিডি পাওয়া মাত্রই জেলা পুলিশ কর্তাদের সাথে যোগাযোগ করা হয়েছে। তাঁরা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

২০২২ বিধানসভা নির্বাচন, যোগী রাজ্যে একাধিক দলীয় কার্যালয় খুলল তৃণমূল

চিঠির বিষয়বস্তুতে রয়েছে পশ্চিমবঙ্গে উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে একটি বার্তা। ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর ছয় আত্মীয়ের নাম আছে উচ্চ প্রাথমিকের রিজেক্ট লিস্টে।রিজেক্ট লিস্টে নাম থাকা ব্যক্তিরা আত্মহত্যার পথ বেছে নিতে পারে। আর তার জন্য দায়ী থাকবে কমিশন। মুখ্যমন্ত্রী যাতে ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক বৈঠক করেন, এমন দাবিও জানিয়েছেন ওই ব্যক্তি। নিয়োগ প্রক্রিয়া সঠিক না হলে তালিকায় থাকা প্রার্থীদের খুন করে ফেলা হবে, আর দুর্গা পূজা পর্যন্ত চালানো হবে সে্ হত্যালীলা।

গোটা ঘটনা প্রসঙ্গে মুখ খুলতে চাননি অতিরিক্ত পুলিশ সুপার। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন তারা। তদন্তের রিপোর্ট পাওয়ার পরই সব জানা যাবে।

সম্পর্কিত পোস্ট