Exclusive : কোচবিহারেই জন্ম স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের, বলছেন বাংলাদেশি আত্মীয়রা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের পৈত্রিক ভিটে বাংলাদেশের রংপুর বিভাগের গাইবান্ধায়। সেখানকার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ভেলাকোপা গ্রামে থাকেন নিশীথবাবুর জ্যেঠামশাই ও আত্নীয়রা।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কি বাংলাদেশি নাগরিক? এই অভিযোগ ও প্রশ্নে দেশ তোলপাড়। বাংলাদেশে থাকা নিশীথ প্রামানিকের আত্মীয়রা বলেছেন, তার জন্ম কোচবিহারেই হয়েছে। তিনি বেশ কয়েকবার পৈত্রিক ভিটেতে এসেছেন। সর্বশেষ ২০১৮ সালে তিনি এসেছিলেন ভেলাকোপা গ্রামে। এই গ্রামের বাসিন্দারা জানান, তাঁদের বেশ পরিচিত নিশীথ।

নিশীথ প্রামানিকের নাগরিকত্ব প্রশ্নকে সামনে রেখে www.thequiry.com খতিয়ে দেখেছে বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র ও টিভি চ্যানেলগুলির রিপোর্ট। প্রতিবেশি দেশের সব সংবাদমাধ্যমেই নিশীথ প্রামানিকের পৈত্রিক ভিটের খবর গুরুত্ব দিয়ে পরিবেশিত হয়েছে। প্রতিটি প্রতিবেদনে, ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজের জ্যেঠামশাই দক্ষিণারঞ্জন প্রামাণিকের বক্তব্য এসেছে।

কী বলছেন নিশীথ প্রামানিকের বাংলাদেশি জ্যেঠামশাই?

ঢাকার সংবাদ মাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জ্যেঠা দক্ষিণারঞ্জন প্রামানিক থাকেন রংপুর বিভাগের গাইবান্ধার ভেলাকোপা গ্রামে। তিনি জানিয়েছেন, ভাইপো ভারতের এতবড় মন্ত্রী হওয়ায় গর্বিত। গ্রামবাসী সহ পুরো জেলা উল্লসিত। তিনি আরও বলেন, নিশীথের পিতার নাম বিধুভূষণ প্রামানিক। আমার ভাই। দেশভাগের আগে ভারতে চলে যায় বিধুভূষণ।কোচবিহারে থাকতে শুরু করে। সেখানেই বিয়ে করে। তার সন্তান নিশীথ।

নিশীথ প্রামানিকের পৈত্রিক ভিটে।গাইবান্ধা। রংপুর বিভাগ।

ভারতের বাসিন্দা হলেও পারিবারিক যোগাযোগ ছিন্ন হয়নি বলেই জানিয়েছেন নিশীথ প্রামানিকের বাংলাদেশি আত্নীয়রা। তাঁরা আরও জানান, নিশীথ প্রামানিক খুবই মিশুকে স্বভাবের।

গাইবান্ধা সহ বাংলাদেশ জুড়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে ভারতের মন্ত্রী ‘গাইবান্ধার ছেলে’ এই কথা। সেই সঙ্গে একটি ছবিতে নিশীথ প্রামানিক কে দেখা যাচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের উপ অধ্যক্ষ (ডেপুটি স্পিকার)  অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে। তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সংসদ সদস্য ও আওয়ামী লীগ দলের হেভিওয়েট নেতা। কোনও একটি অনুষ্ঠানের খাওয়ার সময় ছবিটি তোলা হয়েছিল।

“অন্য কেন্দ্রের প্রার্থী জিতেছে, আমাদের কেন্দ্রের প্রার্থী হারলে হারুক, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ হয়েছে”- বিস্ফোরক শুভেন্দু

এদিকে অসমের বেশকিছু সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক জন্মসূত্রে বাংলাদেশি। তিনি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে গিয়েছিলেন কম্পিউটার সায়েন্স পড়তে। সেই সংবাদের ভিত্তিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চিঠি লিখে বিষয়টির স্পষ্টিকরণ দাবি করেছেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি ও সাংসদ রিপুন বরা।

রিপুন বরার মতো কংগ্রেসের তাবড় নেতার চিঠির পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের নাগরিকত্ব ইস্যু তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। গত লোকসভা ভোটে কোচবিহার থেকে নির্বাচিত হন বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ ছিন্ন করেন। ফলে তাঁর নাগরিকত্ব ইস্যুতে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

(এই সংবাদটির উৎস বাংলাদেশের প্রথম সারির বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের প্রতিবেদন। এই খবরের সত্যতা দ্য কোয়ারি যাচাই করেনি।)

সম্পর্কিত পোস্ট