কোভিড বিধির কড়াকড়ি রাজ্যে পর্যটন শিল্পে যেন কোন ক্ষতি না করে, জেলাশাসকদের চিঠি মুখ্যসচিবের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিড বিধির কড়াকড়ি রাজ্যে পর্যটন শিল্পে যেন কোন ক্ষতি না করে সেই বিষয়টি মাথায় রাখার জন্যে রাজ্য সরকার বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে।

দীর্ঘ লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ পর্যটন শিল্পে কোভিড বিধির কড়াকড়ি কিছুটা শিথিল করার নির্দেশ দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসকদের চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

চিঠিতে খরচের কথা মাথায় রেখে পর্যটকদের আরটিপিসিআর পরীক্ষার বদলে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষাকে গুরূত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এইদিকে কোভিড সংক্রমন নিয়ন্ত্রনে রাজ্যের অন্যান্য পর্যটন কেন্দ্রের সঙ্গে দক্ষিন চব্বিশ পরগনার বকখালি, ফ্রেজারগঞ্জ ও মৌসুনী দ্বীপে বেড়াতে যাওয়ার জন্যেও পর্যটকদের আবশ্যিক ভাবে কোভিড বিধি মানতে হবে বলে সরকারি নির্দেশিকা জারি করা হয়েছে।

সেখানে পর্যটকদের আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট অথবা ভ্যাকসিন নেওয়ার দুটি ডোজের শংসাপত্র থাকতে হবে বলে জানান হয়েছে।

ভয়াবহ ভারতীয় ডেল্টার আতঙ্কে টোকিও অলিম্পিক কাঁপছে

করোনার ভয় কাটিয়ে একটু একটু করে পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় জমাতে শুরু করছেন সাধারণ মানুষ৷ কারওর গন্তব্য পাহাড় তো কেউ ছুটছেন দিঘা-মন্দারমণি৷ শুরু হয়ে যায় হোটেল বুকিং৷ এদিকে ভিড় বাড়তেই পর্যটনকেন্দ্রগুলোতে সংক্রমণ বাড়তে শুরু করে৷ বিশেষ করে দার্জিলিংয়ের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকে৷ভিড়ে লাগাম টানতে পর্যটকদের জন্য জেলা প্রশাসনের তরফে নির্দেশিকা জারি করা হয়৷

কিন্তু তাতে আরও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে বলে জানায় ট্যুর অপারেটররা৷ উদাহরণ দিয়ে তারা জানায়, কোভিড টিকা না থাকলে দার্জিলিংয়ে বেড়াতে আসা পর্যটকদের ৭২ ঘণ্টা আগে আরটি পিসিআর নেগেটিভ রিপোর্ট জমা দিতে বলা হয়৷

জলপাইগুড়ির ক্ষেত্রে ৪৮ ঘণ্টা আগে কোভিড নেগেটিভ রিপোর্ট জমা দিতে বলে জেলা প্রশাসন৷ কালিম্পং-এ ঢুকতে কোনও রিপোর্ট লাগবে না বলে জানানো হয় প্রশাসনের তরফে৷ প্রশাসনের এমন নির্দেশিকায় হতাশ হয়েছেন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই৷

ট্যুর অপারেটরদের মতে, ধীরে ধীরে করোনার আতঙ্ক কাটিয়ে পর্যটকরা আসতে শুরু করেছেন৷ তখন প্রশাসনের এমন বিভ্রান্তিমূলক নির্দেশিকায় পর্যটন ব্যবসা ধাক্কা খেতে পারে৷ সব জায়গায় এক নিয়ম কার্যকর হোক৷ নইলে হোটেল মালিকরা অসুবিধায় পড়বেন৷ পর্যটকরাও নাজেহাল হবেন।

সম্পর্কিত পোস্ট