ত্রিপুরায় শুরু বিজেপি টিএমসি বিক্ষিপ্ত সংঘর্ষ, সরগরম পরিস্থিতি
দ্য কোয়ারি ডেস্ক: বিক্ষিপ্ত হিংসা ও ধরপাকড়ে ২১ জুলাইের অনুষ্ঠান ঘিরে সরগরম ত্রিপুরা। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, রাজ্যে শাসক দল বিজেপির সমর্থকরা হামলা চালাতে শুরু করেছে। আগরতলা, বিলোনিয়া সহ বিভিন্ন এলাকায় টিএমসি কর্মীদের বিনা কারণে আটক করা হয়েছে।
২১ জুলাই তৃণমূল কংগ্রেসের তরফে নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনানোর জন্য ত্রিপুরায় উদ্যোগ নেয় দলটির রাজ্য শাখা। এর জেরে ত্রিপুরায় নতুন করে টিএমসির রাজনৈতিক কর্মসূচি শুরু হয়।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, শহিদ দিবস পালনের জন্য দলীয় সমর্থকরা নির্দিষ্ট স্থানে আসতে শুরু করতেই পুলিশ তাদের আটক করে। অভিযোগ, শাসক দল বিজেপি নেতারা কোভিড বিধি ভেঙে জমায়েত করলে পুলিশ নীরব ভূমিকা নিচ্ছে। আর কোনও বিরোধী দলের কর্মসূচি ভেঙে দেওয়া হচ্ছে।
২১ জুলাই কলকাতা থেকে দেশজোড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর সর্বাধিক লক্ষ্য ত্রিপুরার আগামী বিধানসভা নির্বাচন। পশ্চিমবঙ্গে পরপর তিনবার সরকার গড়ার পর টিএমসি ফের ত্রিপুরায় তাদের রাজনৈতিক জমি তৈরিতে নেমেছে। সেই লক্ষ্যে বুধবার আগরতলা সহ বিভিন্ন জেলা সদরে টিএমসি জমায়েত করতে উদ্যোগী হয়।
গুঞ্জন, আসন্ন আগরতলা পুর নিগমের ভোটে টিএমসি লড়াই করার প্রস্তুতি নিতে শুরু করেছে। এই লড়াই হবে চতুর্মুখী। রাজ্যের শাসক বিজেপি, বিরোধী সিপিআইএম ও কংগ্রেসের পাশাপাশি টিএমসিকেও দেখা যাবে।
বু়ধবার দলীয় কর্মসূচি শেষের পর বিভিন্ন এলাকায় টিএমসি সমর্থকদের বাড়ি আক্রান্ত হচ্ছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। আগরতলা থেকে এই বার্তা পৌঁছতেই টিএমসি নেতা তথা দলের দ্বিতীয় সর্বচ্চো নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেন ত্রিপুরার নেতাদের সঙ্গে। তাঁকে বিস্তারিত জানান টিএমসি ত্রিপুরা প্রদেশ সভাপতি আশীষলাল সিংহ।
গত বিধানসভা ভোটের আগে সাময়িক সময়ের জন্য ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়েছিল টিএমসি। দলনেতা সুদীপ রায় বর্মন পরে টিএমসি ছেড়ে বিজেপিতে যান। ত্রিপুরায় শূন্য হয়ে যায় তৃণমূল। নির্বাচনে বিজেপি ও আইপিএফটি জোট সরকার গড়ে। টানা ২৫ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়। প্রধান বিরোধী দল এখন সিপিআইএম।
তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গে সরকার গড়ার পরেই বিজেপি ছেড়ে ফের মমতার পক্ষ নিয়েছেন মুকুল রায়। তিনি টিএমসিতে ফিরতেই ত্রিপুরায় বিজেপি বিধায়কদের ভাঙিয়ে নেওয়ার পর্ব শুরু করেছে টিএমসি। গুঞ্জন, এতে মূখ্য ভূমিকা নিচ্ছেন সেই সুদীপ রায় বর্মণ। তিনি মুকুল রায়ের ঘনিষ্ট, মমতার সঙ্গে সুসম্পর্ক রয়েছে।