শুরু হয়েছে মেরামতির কাজ, ৫ দিন বন্ধ দুর্গাপুর ব্যারেজ সেতুতে যান চলাচল
দ্য কোয়ারি ডেস্ক: শুরু হয়েছে দুর্গাপুর ব্যারেজ মেরামতির কাজ। তাই যান চলাচল দুর্গাপুর ব্যারেজের সেতুতে বন্ধ রাখার নির্দেশ দিলো জেলা প্রশাসন। আজ থেকে আগামী সোমবার এই পাঁচ দিন রাত ১১ টা থেকে ভোর ৪ টে পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ সেতুতে বন্ধ থাকবে যান চলাচল।
তবে জরুরী পরিষেবা সঙ্গে যুক্ত এমন গাড়িগুলিকে ছাড় দেওয়া হয়েছে। দুর্গাপুর ব্যারেজ সেতু তৈরি হওয়ার ৬৬ বছর পর এই নিয়ে দ্বিতীয়বার পুরনো সেতুর স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
এই সেতু ব্যবহার করে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়া যায়। সেচ দপ্তর সূত্রে জানা গিয়েছে হাজার ১৯৫২ সালে শুরু হয় দামোদরের ওপর সেতু নির্মাণের কাজ। ১৯৫৫ সালে শুরু হয় সেতুর ওপর দিয়ে যান চলাচল। ৬০ বছর পর সিমেন্ট দিয়ে ঢালাই করা সেতুর স্বাস্থ্য পরীক্ষার কথা থাকলেও ৬৬ বছর পরে দ্বিতীয়বার হচ্ছে।
প্রতিদিন গড়ে এই সেতুর ওপর দিয়ে ৭ থেকে সাড়ে ৭ হাজার ভারী যানবাহন যাতায়াত করে। মেরামতের জন্য সেতু বন্ধ থাকায় সমস্ত গাড়িগুলি রানীগঞ্জ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
এর আগে দু’বার দুর্গাপুর ব্যারেজের গেট ভেঙে বিপত্তি ঘটেছিল। তাই আগেভাগেই সেতুর স্বাস্থ্য পরীক্ষায় কোনো রিস্ক নিচ্ছে না প্রশাসন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকেই এই সেতুর ওপর যানচলাচল একমুখী করে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে এর আগে ফেব্রুয়ারি মাসেও স্বাস্থ্য পরীক্ষার জন্য বেশ কয়েকদিন বন্ধ রাখা হয় সেতুর ওপর যান চলাচল ।