দিল্লিতে কৃষক সংসদের ধাক্কা খাচ্ছে মোদী সরকার
দ্য কোয়ারি ডেস্ক: রাজধানীতে ফের কৃষক আন্দোলনের নতুন মোড়। বৃহস্পতিবার থেকে সারভারত কৃষকসভা সহ বিভিন্ন কিসান সংগঠনগুলির যৌথ আহ্বানে শুরু হচ্ছে সরকারের সমান্তরাল কৃষক সংসদ। সরকারের কৃষি নীতির প্রতিবাদে এই প্রতীকী সংসদ অভূতপূর্ব বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
কৃষক সংগঠনগুলির তরফে জানানো হয়েছে, যেদিন যেদিন সংসদের বাদল অধিবেশন বসবে, সেদিনই সমান্তরাল কৃষক সংসদ বসবে বাইরে। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আন্দোলনরত কৃষকদের জন্য যন্তর মন্তরে কৃষক সংসদ বসানোর অনুমতি দিয়েছে।
দিল্লির মুখ্যমন্ত্রী অনুমতি দিতেই চাপে পড়ে স্বরাষ্ট্র মন্ত্রক। নিয়মানুসারে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশকে মোতায়েন করা হয়েছে কৃষক সংসদে। ২৫০০০ পুলিশ, ৩০০০ প্যারামিলিটারি দিয়ে ঘেরা হয়েছে কৃষকদের। অভূতপূর্ব বিক্ষোভের মুখে রাজধানী।
আন্দোলনকারী কৃষকদের যৌথ মঞ্চ সংযুক্ত কিসান মোর্চার দাবি, আন্দোলনের কারণে বন্দি কৃষকদের দ্রুত মুক্তি চাই। না হলে ফের দিল্লি অবরোধ করা হবে। অভিযোগ, কৃষকদের উপরে অনবরত দমন নীতি প্রয়োগ করছে হরিয়ানা ও উত্তর প্রদেশ সরকার।
বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই সরকারপক্ষকে ব্যাতিব্যস্ত করেছে বিরোধীরা। কৃষি নীতি নিয়ে কৃষক সংগঠনগুলির অবস্থান কেন সরকার মানছে না সেই বিষয়ে চাপ দেওয়া শুরু হবে বলেই জানানো হয়েছে।
কৃষকসভার সর্বভারতীয় নেতা কথা প্রাক্তন সিপিআইএম সাংসদ হান্নান মোল্লা ও জাঠ কৃষকরা নেতারা অনড় আন্দোলন চালিয়ে যেতে। উত্তর প্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড থেকে কৃষকদের মিছিল ফের দিল্লির দিকে আসবে বলেই জানানো হয়।