তদন্তে নয়া মোড়, চিটফান্ড মামলার CBI-র SP শান্তনু করকে বদলি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চিটফান্ড তদন্তে এবার বড়সড় পদক্ষেপ CBI-র। চিটফান্ড তদন্তের সঙ্গে যুক্ত CBI-র SP শান্তনু করকে বদলি করা হল। তাকে বেঙ্গালুরুর CBI ব্রাঞ্চে পাঠানো হয়েছে। অন্যদিকে নতুন এক আইপিএস অফিসারকে ওই জায়গায় পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

২০১৪ সাল থেকে চিটফান্ড কান্ডের তদন্তভার নিয়েছে CBI। এরমধ্যে সারদা, প্রয়াগ, আইকোর, এমপিএস-এর মতো চিটফান্ড মামলার তদন্ত দ্রুত শেষ করতে চাইছে CBI। এই সমস্ত তদন্তের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত শান্তনু কর। কলকাতার সিজিও কমপ্লেক্সে কর্মরত ছিলেন তিনি।

আসন্ন ৫ রাজ্যের নির্বাচন, যন্তর-মন্তর থেকে সংসদভবন, কৃষক আন্দোলনের আঁচ উর্দ্ধমুখী

২০২১ –এর বিধানসভা নির্বাচনে এই চিটফান্ড কাণ্ডের তদন্তকেই ভোটপ্রচারে সবচেয়ে বড় ঢাল বানিয়েছিল গেরুয়া শিবির। যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব সহ একাধিক প্রার্থীর নামও উঠে আসে।

সূত্রের খবর, বিজেপি ভোটে জিতলে একের পর এক তৃণমূল নেতাদের CBI গ্রেফতার করত এই ইস্যুতে। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে সেই তালিকা তৈরীও করে রেখেছিল বিজেপি। এমনকি তাতে অনুমতি দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। এখন দেখার চিটফান্ড মামলার তদন্ত কোন দিকে মোড় নেয়।

সম্পর্কিত পোস্ট