স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তলব রাজ্যপালের, দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনার সম্ভাবনা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে জরুরি তলব করলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। শুক্রবার বিকেল চারটে নাগাদ রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন স্পিকার। দুজনের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে, একথা জানিয়েছেন রাজ্যপাল স্বয়ং।

রাজনৈতিক মহলের মতে, স্পিকারের সঙ্গে দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনা করতে পারেন জাগদীপ ধনখড়। তৃণমূলে মুকুল রায়ের যোগদানের পর থেকেই দলত্যাগবিরোধী আইন নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মতবিরোধ রয়েছে রাজ্যপালের। জাগদীপ ধনখড় আগেই জানিয়েছিলেন অন্যান্য রাজ্যের মতো এরাজ্যেও দলত্যাগ বিরোধী আইন সমানভাবে প্রযোজ্য।

প্রসঙ্গত, মুকুল রায় তৃণমূল যোগদানের পর থেকেই দলত্যাগ বিরোধী আইন প্রণয়ন করতে উঠে পড়ে লেগেছে শুভেন্দু অধিকারীর সহ সমস্ত বিজেপি বিধায়করা।  অন্যদিকে তৃণমূলের বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক চলছিল। সেই সময় দলত্যাগবিরোধী আইনের প্রয়োজনীয়তা ছিল না। ভোট মিটতেই দলত্যাগবিরোধী আইন কার্যকর করতে বারবার রাজ্যপালের কাছে দরবার করছেন বিজেপি বিধায়করা।

অলিম্পিকের মাঝেই রূদ্রমূর্তি নেবে করোনা, জাপানে আতঙ্ক

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অবশ্যই তাঁর যাওয়ার ইচ্ছা রয়েছে রাজ্যপালের সঙ্গে দেখা করতে। তবে কোনো আমন্ত্রণপত্র এসেছে কিনা সেটা তিনি এখনো পর্যন্ত জানেননা। আমন্ত্রণপত্র এলে তাতে কি লেখা রয়েছে তা দেখে তারপর তিনি সিদ্ধান্ত নেবেন।

উল্লেখ্য জুন মাসে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন রাজ্যপাল জাগদীপ ধনখড়। সেখানে স্পিকারের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। বিধানসভার শুরুতে তার ভাষণের লাইভ সম্প্রচার বন্ধ করা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিলেন তিনি।

পাল্টা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে রাজ্যের একাধিক বিষয়ে হস্তক্ষেপ সহ বিল পাস করানোর ক্ষেত্রে রাজ্যপালের ধীরগতি নিয়ে অভিযোগ করেছিলেন।

সম্পর্কিত পোস্ট