পেগাসাস-বিতর্কে আজও উত্তাল সংসদ, অধিবেশন শুরুর আগেই গান্ধী মূর্তির পাদদশে বিরোধীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পেগাসাস-বিতর্কে আজও উত্তাল সংসদের বাদল অধিবেশন। কৃষি আইন প্রত্যাহারের দাবি জানানোর পাশাপাশি, আড়িপাতাকাণ্ড নিয়ে কেন্দ্রকে প্যাঁচে ফেলতে একজোট বিরোধীরা। সংসদের দুই কক্ষেই বারংবার মূলত এই দুটি ইস্যু নিয়ে ঝড় উঠেছে।
তৃণমূলের তরফে পেগাসাসকেই হাতিয়ার করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রীর বক্তব্য পেশের সময় হাত থেকে টেনে কাগজ ছেঁড়ায় তৃণমূল সাংসদ শান্তনু সেনের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিস আনতে পারে বিজেপি। পাল্টা পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরীর বিরুদ্ধে শান্তনু সেনকে হেনস্থা করার অভিযোগ আনতে চলেছে তৃণমূল।
দীর্ঘ সময় ধরে মুলতুবি লোকসভার অধিবেশন। রাজ্যসভায় অধিবেশন চললেও সেখানে সরকারকে নিয়মিত আক্রমণ করে চলেছে বিরোধী শিবির। যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেসের সাংসদেরা। শুক্রবার সংসদের অধিবেশন শুরুর আগেই বিক্ষোভ দেখাতে শুরু করে একাধিক বিরোধী দলের সাংসদেরা।
এদিন সকালে অধিবেশন শুরু আগে সংসদে গান্ধী মূর্তির সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস, ডিএমকে এবং শিবসেনার সাংসদেরা। সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বে ওই ঘটনার তদন্তের দাবিও করা হয়।
স্পীকার বিমান বন্দ্যোপাধ্যায়কে তলব রাজ্যপালের, দলত্যাগ বিরোধী আইন নিয়ে আলোচনার সম্ভাবনা
কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “আমাদের দুটো এজেন্ডা রয়েছে। সেগুলির প্রথমটি হল জনসাধারণের তথ্যের গোপনিয়তা রক্ষা ও নিরাপত্তা দেওয়া। দ্বিতীয় এজেন্ডা হল- সাইবার সিকিউরিটি। পেগাসাস নিয়ে যা খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তা নিয়ে সরকারি আধিকারিকদের প্রশ্ন করার অধিকার রয়েছে স্ট্যান্ডিং কমিটির। আমরা চাইছি সুপ্রিম কোর্টের বিচারপতির নেতৃত্বাধীন কমিটি এই ঘটনার তদন্ত হোক।”
ভারতের বহু মন্ত্রী, বিরোধী নেতা, সাংবাদিকের ফোন হ্যাক করেছে ইজরায়েলি সংস্থাস্পাইওয়্যার পেগাসাস৷ ফোন হ্যাকিংয়ের তালিকায় রয়েছেন বহু ব্যবসায়ী, সরকারি আধিকারিক, বিজ্ঞানী এবং সমাজকর্মী। বেশির ভাগ হ্যাক করা হয়েছে ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে৷ গত রবিবার এই বোমা ফাটায় দ্য গার্ডিয়ান, ওয়াশিংটন পোস্ট এবং দ্য ওয়্যারের মতো দেশি-বিদেশি সংবাদমাধ্যম৷
পেগাসাস কেলেঙ্কারিতে কেন্দ্রীয় সরকার বা বিজেপি জড়িত নয় বলে সোমবার দাবি করেছেন প্রাক্তন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ৷ তিনি বলেন, ডিজিটাল দুনিয়ায় যতক্ষণ না তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে ততক্ষণ অভিযোগ প্রমাণিত হয় না৷ যে সংবাদ সাধ্যম পেগাসাস কেলেঙ্কারি তথ্য সামনে এনেছে তারাও কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেনি৷