ঘন্টাখানেকের বৈঠকে উঠে এল ঘোষিত বিষয় ছাড়াও বিধানসভার একাধিক খুঁটিনাটি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে আজ রাজভবনের তাঁর সঙ্গে দেখা করেন। প্রায় ঘন্টাখানেক সেখানে দুজনের মধ্যে বৈঠক হয়।

পরে রাজ্যপাল জগদীপ ধনকর টুইট করে জানান, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা ও কাজকর্ম নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের প্রতিষ্ঠানগুলির সমন্বয় রেখে কাজ করা কতটা জরুরী তাও আলোচনায় উঠে এসেছে।

উল্লেখ্য, রাজ্য বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের প্রবেশ করা নিয়ে দিন কয়েক আগে রাজভবনের সঙ্গে বিধানসভার সংঘাত তৈরি হয়। অধ্যক্ষ রাজ্যপালের বিরুদ্ধে তার এক্তিয়ারে হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন। এই নিয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছেও তিনি অভিযোগ জানান।

অন্যদিকে রাজ্য বিধানসভার অধ্যক্ষ তাঁর পদ কে অপমান করছে বলে পাল্টা অভিযোগ করেন রাজ্যপাল। বিধানসভার শুরুতে তাঁর ভাষণ সম্প্রচার কেন বন্ধ করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এই সংঘাতের মধ্যেই তাঁদের মধ্যে সাক্ষাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তাঁদের অনুমান, ঘোষিত বিষয় ছাড়াও বিধানসভার একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় থাকতে পারে। তার মধ্যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা করার বিষয়টিও রয়েছে।

সম্পর্কিত পোস্ট