কারা চড়বেন নীলবাতি ও লালবাতি লাগানো গাড়ি ? তালিকা দিল পরিবহণ দফতর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করে প্রতারণা আটকাতে রাজ্য পরিবহণ দফতর এ ধরনের গাড়ি ব্যবহার নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। ওই নির্দেশিকায় গাড়ির উপরে বাতি ব্যবহার করতে পারবেন এইরকম পদাধিকারীদের বিস্তারিত তালিকা প্রকাশ করা হয়েছে।

সেই তালিকায় মন্ত্রী আমলা সাংবিধানিক পদাধিকারী মিলিয়ে ১৪ ধরণের ব্যক্তিদের নাম রয়েছে। যারা গাড়ির মাথায় লাল ও নীল আলো লাগাতে পারবেন। ২০১৪ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে পরিবহন দপ্তরের প্রকাশিত অনুরূপ এক নির্দেশিকায় ১৯ ধরনের পদাধিকারীকে গাড়ির ওপরে লাল ও নীল বাতি ব্যবহারের ছাড়পত্র দেওয়া হয়েছিল।

ঘন্টাখানেকের বৈঠকে উঠে এল ঘোষিত বিষয় ছাড়াও বিধানসভার একাধিক খুঁটিনাটি

এবার সেই সংখ্যা কমিয়ে ১৪ করা হয়েছে। সাম্প্রতিক কালে লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করে একাধিক প্রতারণার ঘটনার সামনে আসার কারণেই পরিবহন দপ্তরের এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।পরিবহন দপ্তর এর নতুন নির্দেশিকা অনুযায়ী লাল ও নীল বাতির গাড়ি ব্যবহার করতে পারবেন:-

১) মুখ্যমন্ত্রী-সহ রাজ্য মন্ত্রিসভার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা, ২) মুখ্য সচিব ৩) অতিরিক্ত মুখ্য সচিব, প্রধান সচিব ৪) ডিভিশনাল কমিশনার ৫) রাজ্য পুলিশের ডিজি ৬) ডিজি দমকল ৭) আয়কর ও শুল্ক দফতরের কমিশনার ৮) পুলিশের আই জি ও ডি আই জি ৯) প্রতিটি জেলার জেলাশাসক (তাঁদের নিজস্ব এলাকায়) ১০)মিউনিসিপাল কমিশনার ১১) রাজ্য মিউনিসিপাল কমিশনার ১২) বিভিন্ন জেলার পুলিশ সুপার ১৩) সাব ডিভিশনাল অফিসার ও পুলিশের সাব ডিভিশনাল অফিসার ১৪ ) পুলিশের টহলদারি গাড়ি

সম্পর্কিত পোস্ট