HS: ফলাফল না পসন্দ, আক্রান্ত শিক্ষক, রাস্তা অবরোধ, পড়ুয়াদের ক্ষোভ ছড়াচ্ছে

দ্য কোয়ারি ডেস্ক: উচ্চ মাধ্যমিক মেধা তালিকা প্রকাশের পর থেকেই জেলায় জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শুরু হয়েছে পড়ুয়াদের বিক্ষোভ। উত্তর থেকে দক্ষিণবঙ্গ ছড়াচ্ছে ফলাফল দেখে ক্ষোভের হাওয়া।বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক সংসদ মেধা তালিকা প্রকাশ করে। শুক্রবার থেকে বিদ্যালয়গুলি মার্কশিট দিচ্ছে। আর মার্কশিট ঘিরে জমাট হচ্ছে ফলাফল ক্ষোভ।

হুগলি আরামবাগ গার্লস হাইস্কুলের ছাত্রীরা ফলাফল দেখে ক্ষোভে ফেটে পড়েন। মার্কশিট নেওয়ার পর তাদের অভিযোগ, কম নম্বর দেওয়া হয়েছে। পড়ুয়াদের ক্ষোভের মুখে পড়ে বিদ্যালয় কর্তৃপক্ষ। ছাত্রীদের অভিযোগ কারোর ১৫ নম্বর, কারোর ২০- ২৫ নাম্বর করে কম এসেছে। ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিভাবকেরা।

একই ছবি জলপাইগুড়ির কদমতলা বালিকা বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের ছাত্রীরা কম নম্বর পাওয়ায় সরাসরি প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অভিযোগ, স্কুল থেকে প্রোজেক্ট রিপোর্ট জমা না দেওয়ার জন্য কম নম্বর এসেছে। আরও অভিযোগ, বিদ্যালয়ের কর্তৃপক্ষ দায়িত্ব এড়িয়ে উচ্চশিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করতে বলছে।

নদীয়ার শান্তিপুরের বাগআচড়া উচ্চ বিদ্যালয়ের ৭২ জন পড়ুয়া ফেল করেছে। তারা কেন ফেল করল এই প্রশ্ন তুলে স্থানীয় সড়ক অবরোধ করা হয়। উচ্চ ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা টানা তিন ঘণ্টা রাস্তা অবরোধ করে। টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে।

প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর চালানো হয়। বিক্ষোভকারী ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বিদ্যালয় কর্তৃপক্ষেপ গাফিলতির জন্য ৭২ জন ফেল করেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ আসে। পরে অবরোধ উঠে যায়।

একইভাবে বিক্ষোভ ছড়াচ্ছে অন্যান্য জেলায়। সব ক্ষেত্রেই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করছে পড়ুয়ারা। করোনা সংক্রমণের কারণে যেহেতু পরীক্ষা হয়নি। তাই ফলাফল নির্নয়ে বিদ্যালয়ের পাঠানো রিপোর্ট কার্ডের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হয়।

সম্পর্কিত পোস্ট