তিন সাত্তে ২৮ ! নতুন নামতা আউড়ে ট্রোলড মুখ্যমন্ত্রী

দ্য কোয়ারি ডেস্ক: মুখ খুললেই বিপত্তি ঘটাবেন এমনই গ্যারান্টি দিতে ওস্তাদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। মহাভারতের যুগে ইন্টারনেট বা বিজেপি বাংলাদেশে শাখা তৈরি করার মতো আরও অনেক কিছু বলে সমালোচিত হয়েছেন। এবার তাঁর নতুন নামতা হাজির করলেন।

ত্রিপুরা থেকে ফের ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। সেই বক্তব্যের মাঝে তিনি দৃঢ়তার সঙ্গে বলে বসলেন তিন সাত্তে আটাশ। এই নতুন নামতা সহ ভিডিও ক্লিপ এর পরেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

নতুন নামতার জেরে রাজ্যে প্রবল হাসির খোরাক হয়েছেন মুখ্যমন্ত্রী। বিজেপি নেতারাও ঘনিষ্ঠ মহলে হাসাহাসি শুরু করেছেন।

এদিকে বিপ্লববাবু কে নিয়ে বিড়ম্বনার পর বিড়ম্বনায় পড়ছে বিজেপি। দলেরই বিধায়কদের একটি বড় অংশের দাবি, বিপ্লব দেব কে না সরালে ত্রিপুরায় বিজেপির শোচনীয় পরাজয় হবে।

বিধানসভা ভোটের সময় দ্রুত এগিয়ে আসছে। গত বিধানসভা ভোটের আগে বাড়ি বাড়ি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি ‘ভিশন ডকুমেন্ট’ এখন বিজেপির কাছে আতঙ্কের কারণ। টানা ২৫ বছরের বাম শাসন সরাতে বিপুল কর্মসংস্থানের ছিঁটেফোঁটাও হয়নি বলে রাজ্যবাসীর ক্ষোভ তুঙ্গে। এই ইস্যুতে প্রধান বিরোধী দল সিপিআইএম লাগাতার সমালোচনা করছে সরকারপক্ষের।

খোদ বিজেপির অভ্যন্তরেই আওয়াজ উঠেছে ‘বিপ্লব হটাও’। দলের বড় অংশ বিধায়ক ফের তৃণমূল কংগ্রেসে ফিরতে মরিয়া বলেই গুঞ্জন।

সূত্রের খবর, বিজেপি বিধায়করা যোগাযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে। পশ্চিমবঙ্গে টানা তিনবার সরকার গড়ার পর অপর বাংলাভাষী প্রধান রাজ্য ত্রিপুরায় ফের রাজনৈতিক শক্তি জাহির করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়।

গত বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন বিরোধী দল কংগ্রেস ছেড়ে আসা বিধায়করা রাতারাতি টিএমসিতে যোগ দেন। সাময়িক সময়ের জন্য টিএমসি বিরোধী দল হয়েছিল। সেই বিধায়করাই পরে বিজেপিতে যোগ দেন।

সম্পর্কিত পোস্ট