রাজ্যসভায় জহর সরকারকে প্রার্থী করল তৃণমূল

দ্য কোয়ারি ডেস্ক: রাজ্যসভার আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। রাজ্যসভায় প্রার্থী করা হয়েছে জহর সরকারকে। প্রসার ভারতীর প্রাক্তন সিইও ছিলেন তিনি। আগামী ৯ আগস্ট দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসনে ভোট।

শনিবার টুইট করে দলের তরফে এই কথা জানানো হয়েছে।

২২ জুলাই রাজ্যসভায় উপনির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২৯ জুলাই পর্যন্ত মনোনয়ন পেশ করার দিন নির্ধারণ করা হয়েছে। ৩০ জুলাই মনোনয়ন পরীক্ষা করা হবে।

২ আগস্ট পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে। ৯ আগস্ট এই আসনে ভোটগ্রহণ। এদিন বিকেল পাঁচটার পর ফল গণনা হবে। ১০ আগস্টের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

কোভিদ পরবর্তী পরিস্থিতিতে ভোট পরিচালনার জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন। বলা হয়েছে  নির্বাচনের সঙ্গে যুক্ত এমন ব্যক্তি যারা তাদের প্রত্যেককে মাস্ক ব্যবহার করতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও রাজ্য সরকারের নির্ধারিত দূরত্ব বিধি মেনে চলতে হবে।

যথাযথ কোভিড বিধি মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের জন্য সিনিয়র আধিকারিক নিয়োগ করতে হবে। তাকে নিয়োগ করার দায়িত্ব মুখ্যসচিবের উপর দেওয়া হয়েছে।

উল্লেখ্য গত কয়েকদিন ধরেই দীনেশ ত্রিবেদী ছেড়ে যাওয়া আসনে কাকে প্রার্থী করা হবে তা নিয়ে বিস্তর জলঘোলা চলছিল। একাধিক হেভিওয়েট নেতার নাম উঠে আসে।

প্রথমে মনে করা হয়েছিল দীনেশ ত্রিবেদী এই আসনে যশবন্ত সিনহা কে প্রার্থী করবে তৃণমূল। ঝাড়খণ্ডের এই নেতা বাজপেয়ী জমানার মন্ত্রী ছিলেন। মোদী জমানায় তিনি বিজেপিতে ত্যাগ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছিলেন তাঁকে রাজ্যসভায় পাঠালে মোদী বিরোধিতা চালানোর পাশাপাশি সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূলের সংগঠন বিস্তারের অনেকটাই সুবিধা হবে।

যদিও শেষমেষ সব জল্পনা উড়িয়ে দিয়ে জহর সরকারকে প্রার্থী নির্বাচন করলেও দল।

সম্পর্কিত পোস্ট