খারাপ আবহাওয়ায় রাষ্ট্রপতির দ্রাস সফর বাতিল, টুইট করে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ পথের কাঁটা খারাপ আবহাওয়া। তাই শেষ মুহূর্তে শহীদ বেদীতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মাল্যদানের পরিকল্পনা বাতিল হল। কারগিল বিজয় দিবসে দ্রাসে অবস্থিত কারগিল শহীদ বেদীতে মাল্যদান করার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত খারাপ আবহাওয়া থাকায় রাষ্ট্রপতি বারামুল্লার শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন বলে জানা গিয়েছে।
রবিবার শ্রীনগরে চারদিনের সফরে পৌঁছে গিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। জম্মু-কাশ্মীর ছাড়াও লাদাখে যাবেন তিনি। এরই মাঝে কারগিল দিবস পড়ায় দ্রাসে মাল্যদানের পরিকল্পনা ছিল। রাষ্ট্রপতির দফতর থেকে টুইটার মারফত সেকথা জানানো হয়।
#UPDATE | President Ram Nath Kovind won’t be laying a wreath at Kargil War Memorial in Dras due to bad weather. The President would lay a wreath at Baramula War Memorial: Indian Army officials#KargilVijayDiwas2021 https://t.co/fgAn2A3dVg
— ANI (@ANI) July 26, 2021
তবে এদিন সকালে জানা যায়, খারাপ আবহাওয়ার কারণে তিনি সেখানে যেতে পারছেন না। পরিবর্তে বারামুল্লায় শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা অর্পণ করবেন। এর আগে ২০১৯ সালের কারগিল বিজয় দিবসে খারাপ আবহাওয়ার কারণে পরিকল্পনা বাতিল করেছিলেন তিনি। শ্রীনগরের বাদামিবাগের সেনাবাহিনীর ১৫ তম কর্পস কমান্ডার হেডকোয়ার্টারে তিনি শ্রদ্ধা অর্পন করেছিলেন।
কারগিল শহীদ দিবস উপলক্ষে সোমবার নরেন্দ্র মোদী টুইট করেন। টুইট করে তিনি লিখেন আমরা শহীদ সেনা জওয়ান দের আত্মত্যাগের কথা সবসময় মনে রাখব ধৈর্যের কথা মনে রাখব। যারা কারগিলে আমাদের দেশকে সুরক্ষিত রাখতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তাদের সাহসিকতার প্রতিদিন আমাদের অনুপ্রাণিত করে।
We remember their sacrifices.
We remember their valour.
Today, on Kargil Vijay Diwas we pay homage to all those who lost their lives in Kargil protecting our nation. Their bravery motivates us every single day.
Also sharing an excerpt from last year’s ’Mann Ki Baat.’ pic.twitter.com/jC42es8OLz
— Narendra Modi (@narendramodi) July 26, 2021