কর্ণাটকে পালাবদল, মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা ইয়েদুরাপ্পার
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কর্ণাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফার সিদ্ধান্ত বি এস ইয়েদুরাপ্পার৷ আজ দুপুরেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন তিনি৷
আজই ইয়েদুরাপ্পা সরকারের দু’বছর পূর্ণ হল৷ আর এমন দিনে ইস্তফার সিদ্ধান্ত৷ আবেগপ্রবণ হয়ে ইয়েদুরাপ্পা বলেন, ‘যখন অটলবিহারী প্রধানমন্ত্রী ছিলেন তিনি আমাকে কেন্দ্রে মন্ত্রী করতে চেয়েছিলেন৷ কিন্তু আমি কর্ণাটকে থাকতে চাই বলে জানিয়েছিলাম৷’
দিন কয়েক আগে থেকেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন। এবার কোনরকম হেঁয়ালি না করে দিয়েছে ইয়েদুরাপ্পা জানিয়ে দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চলেছেন তিনি। তবে এবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে কে বসতে চলেছেন সে বিষয়ে কোন কিছু জানা যায়নি।
করোনা সংক্রমণের মৃত্যুহারে বাংলাদেশ হারাল ভারতকে
সোমবারই ব্যাঙ্গালুরুতে নিজের সরকারের দ্বিতীয় বর্ষপুর্তিতে তিনি ইস্তফার কথা ঘোষণা করেন। অশ্রুসজল চোখে বলেন “আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রাজভবনে যাব। আমার ইস্তফাপত্র জমা দেব। আমি দুঃখিত নই। আমি খুশি। ৭৫ বছর হয়ে গেলেও ওরা আমাকে মুখ্যমন্ত্রী হওয়ার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে কৃতজ্ঞ।”
একুশে জুলাই পেগাসাস বিতর্ককে সামনে রেখে কংগ্রেস কর্নাটকের জোট সরকারের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পাকে নিশানা করেছিলেন। টুইট করে তিনি বলেছিলেন, এই পরিস্থিতিতে ইয়েদুরাপ্পার উচিত ইস্তফা দেওয়া। তারপরই ২৬ জুলাই কর্ণাটক সরকারের বর্ষপূর্তির দিনে নিজের ইস্তফার কথা ঘোষণা করলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। আগামী দিনে কর্নাটকের মুখ্যমন্ত্রীর কুরসী থেকে বসেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।