HS: ফলাফল নিয়ে জেলায় জেলায় অসন্তোষ, স্কুলে গিয়ে BDO দের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ নবান্নের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উচ্চমাধ্যমিকে ফলাফল নিয়ে অসন্তোষের জেরে রাজ্য সরকার মহকুমা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের স্কুলগুলিতে গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। কোন স্কুল থেকে কতজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে জেলাশাসকদের তার বিস্তারিত তালিকা পাঠানোর কথা বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
পাশাপাশি রাজ্য সরকার এবং উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ যে পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ন ওয়াকিবহল রয়েছে, বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের সেই কথা বোঝাতে হবে বলেও জেলাশাসকের বলা হয়েছে।
মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী আজ বিদ্যালয় শিক্ষাসচিব মণীশ জৈনের সঙ্গে আরও এক দফায় বৈঠক করে পরিস্থিতি পর্যালোচনা করেন। চলতি মাসের মধ্যেই সংসদকে এই সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মমতার হয়ে ফিল্ড স্টাডির আগেই ত্রিপুরায় আটক টিম PK
উল্লেখ্য চলতি বছর রাজ্যের ৩৬২০ টি স্কুলে ১৮ হাজারের বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে অকৃতকার্য হয়েছে। এর জেরে বিভিন্ন জেলায় বিক্ষোভ চলছে। এদিকে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আগামী বৃহস্পতিবার থেকে সংসদের সদর কার্যালয়ে যোগাযোগ করার নির্দেশ দিয়েছে।
অন্যদিকে অসফল পরীক্ষার্থীদের শুক্রবার থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংসদের তরফে ইতিমধ্যেই কলকাতার তীলজলা গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষকের হাতে একাত্তর জন অসফল পরীক্ষার্থীর সফল মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।