মোদী ম্যাজিকে তাল কাটতে জাদুকর প্রশান্তেই ভরসা,দিল্লিতে মুকুল-মমতা-অভিষেক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ১৮১ সাউথ এভিনিউ। দিল্লিতে এই ঠিকানাতেই থাকেন মুকুল রায়। দিনকয়েক আগেও যেখানে গেরুয়া পতাকা জ্বলজ্বল করত, আজ সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। রয়েছে ঘাসফুলের প্রতীকও।
তৃতীয়বার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর প্রথমবার দিল্লি সফরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সফরসঙ্গী মুকুল রায়। আগেই সেখানে উপস্থিত হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিল্লি পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি কোথায় থাকছেন তা এখনো জানা যায়নি।
২০২৪ এর লোকসভা নির্বাচনই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট। তাই আগামী দিনের রণকৌশল এখন থেকেই ঠিক করতে উদ্যোগী হয়েছেন তিনি। কলকাতার একুশে জুলাই সভা মঞ্চ থেকে সেই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Assam Mizoram Conflict- রীতিমতো যুদ্ধক্ষেত্র, অসম মিজোরাম সীমানায় মৃত ৬ পুলিশ
সেদিনের ভার্চুয়াল সভাতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রথম সারির নেতারাও উপস্থিত ছিলেন।পেগাসাস ইস্যু থেকে পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি সহ একাধিক ইস্যুতে বিরোধী দল চেপে ধরেছে মোদি সরকারকে। এই পরিস্থিতিতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগমন এই আন্দোলনে নতুন মাত্রা যোগ হবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, ১৮১ সাউথ এভিনিউ- র এই ঠিকানায় এক সময় বঙ্গে গেরুয়া সাম্রাজ্য বিস্তারের রণকৌশল স্থির হত। ২০১৯ এর লোকসভা নির্বাচনের পর গেরুয়া পতাকায় সেজে উঠেছিল এই ঠিকানা। ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে পদ্ম ফুল ফোটাাতে সক্ষম হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তারপর থেকেই হঠাৎই গুরুত্ব বেড়ে গিয়েছিল মুকুল রায়ের। একাধিক হেভিওয়েটের যাতায়াত ছিল এই ঠিকানায়।
চিত্রটা বদলে গিয়েছে ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরেই। ধীরে ধীরে সরতে সরতে কোনঠাসা মুকুল ফিরে এলেন পুরোনো ঘরে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন মুকুল রায়ের অভাব বঙ্গ বিজেপির অনেক নেতাই অনুভব করছেন।
যে মুকুলে ভরসা করে আগের বার নির্বাচনে একের পর এক রোডম্যাপ তৈরি করেছে বিজেপি, পরের লোকসভায় সেই মুকুল রোডম্যাপ নির্ধারণ করবে তৃণমূলের। নিঃসন্দেহে চাপ বাড়বে গেরুয়া শিবিরের।
আসন্ন ত্রিপুরার এবং উত্তর প্রদেশের নির্বাচনকে লক্ষ্য করে সংগঠনটির সাজানোর কাজ শুরু করে দিয়েছেন ঘাসফুল শিবিরের শীর্ষ নেতৃত্ব। তার মাঝেই রাজধানীর বুকে মুকুল-মমতা-অভিষেক- প্রশান্ত কিশোর কতটা পলিটিক্যাল ম্যাজিক দেখাতে সক্ষম হয় সেদিকে তাকিয়ে গোটা দেশের রাজনৈতিক মহল।