দুষ্কৃতি হামলা নাকি আন্ত:রাজ্য পুলিশ সংঘর্ষ, রক্তাক্ত মিজো-অসম সীমানা
দ্য কোয়ারি ডেস্ক: আম্ত:রাজ্য সীমানা নিয়ে দুই মুখ্যমন্ত্রীর টুইটের যুদ্ধ রক্তাক্ত পরিস্থিতি তৈরি করে দিল। অসম ও মিজোরাম সীমানায় প্রবল রক্তাক্ত পরিস্থিতি। অসম পুলিশের ৬ রক্ষী গুলিতে মৃত। আরও অন্তত ৪৫ জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের চিকিতসা চলছে শিলচর হাসপাতালে।
উত্তর পূর্বাঞ্চল তো বটেই দেশে আর কোনও রাজ্যের আন্ত:সীমানায় দুই রাজ্যের পুলিশের যুযুধান অবস্থান ও এমন রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়নি। রীতিমতো রণক্ষেত্র অসমের কাছাড় জেলা। উল্টোদিকে মিজোরামের কৈলাশিব এলাকা। অসম সরকারের অভিযোগ, মিজোরামের দিক থেকে প্রায়ই দুষ্কৃতি হামলা হয় সে রাজ্যের পুলিশের মদতে। বেশ কয়েকমাস ধরে বারবার এমন ঘটনা ঘটেছে।
কাছাড় জেলার মিজোরাম সীমানা সংলগ্ন এলাকায় এর আগেও উত্তপ্ত হয়েছে। সম্প্রতি এই পরিস্থিতি তীব্র আকার নেয়। বারেবারে আন্ত:রাজ্য সীমানা উত্তপ্ত হয়। রবিবার থেকে উত্তেজনা চড়ছিল। এর মাঝে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ও মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা পরিস্থিতি নিয়ে পরস্পরকে দোষারোপ করতে থাকেন টুইটে। সেই টুইট যুদ্ধ তীব্র রাজনৈতিক শোরগোল ফেলে দেয়।
সোমবার সকাল থেকে আরও গরম হয়ে যায় পরিস্থিতি। অসম সরকারের অভিযোগ, মিজোরামের দিক থেকে সে রাজ্যের পুলিশ অনবরত দুষ্কৃতিদের হামলার প্ররোচনা দিতে থাকে।
মোদী ম্যাজিকে তাল কাটতে জাদুকর প্রশান্তেই ভরসা,দিল্লিতে মুকুল-মমতা-অভিষেক
জানা গিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে অসম পুলিশের বিরাট বাহিনি যায় কাছাড় জেলা সদর থেকে। এর পরেই সংঘর্ষ শুরু হয়। গুলি আসতে থাকে মিজোরামের দিক থেকে। অসম পুলিশ গুলি চালায়। দুই রাজ্যের সীমানায় তখন তীব্র সংঘর্ষ চলছে। গুলিবিদ্ধ হন অসম পুলিশের বহু কর্মী। ৬ পুলিশ কর্মীর মৃত্যু স্বীকার করেছে অসম সরকার।
ঘটনার জেরে বিতর্কের মুখে বিজেপি। অসমে তারা সরকারে। আর মিজোরাম বিজেপি ও এনপিএফ জোট সরকার চলছে। দুই রাজ্যের সরকারে বিজেপি থাকায় বিতর্ক দ্রুত অ বিজেপি শাসিত রাজ্য সরকারগুলি কটাক্ষ করতে শুরু করেছে। মনে করা হচ্ছে, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা দ্রুত জোট ছাড়তে পারেন।
কাছাড় জেলা জুড়ে তীব্র উত্তেজনা। অসমের এই বাংলাভাষী এলাকা মনিপুর, মেঘালয়, মিজোরামের লাগোয়া। ফলে নতুন করে বাঙালি উপজাতি সংঘর্ষ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। কাছাড় জেলাসদর শিলচর থেকে আরও পুলিশ মিজোরাম সীমানায় পাঠানো হয়েছে।
পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার সঙ্গে দ্রুত আলোচনার দাবি জানান হিমন্ত বিশ্বশর্মা।