আইপ্যাকের সদস্যদের উদ্ধার করতে বুধের সকালে ত্রিপুরা পাড়ি ব্রাত্য- মলয়-ঋতব্রত-র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরা বিপ্লব দেবের পুলিশের হাতে বন্দী আইপ্যাকের ২৩ জনের সদস্য দল। তাদের উদ্ধার করতেই বুধবার সকালে আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং আইন মন্ত্রী মলয় ঘটক। সঙ্গে যাচ্ছেন ঋতব্রত বন্দোপাধ্যায়। সূত্রের খবর বুধবার সকাল ৯.২০ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দর থেকে রওনা দেবেন তারা। তাদের প্রথম কাজ আগরতলায় পৌঁছে প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের ২৩ জন কর্মীকে মুক্ত করা।

সর্বভারতীয় ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে প্রয়োজনীয় সমীক্ষা করতেই ত্রিপুরায় গিয়েছিলেন আইপ্যাকের  ২৩ জন সদস্য। কোভিডের কারণ দেখিয়ে রবিবার রাত থেকে আগরতলার একটি হোটেলে বন্দী করে রাখা হয়েছে তাদের। এমনই অভিযোগ করেছেন তারা।

তৃণমূলের দাবি. পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের ফলাফল দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই তাদের আটকানোর চেষ্টা করা হচ্ছে। যদিও আগরতলা পুলিশের তরফে অভিযোগ নস্যাৎ করা হয়েছে। তাদের দাবি করোনা পরিস্থিতির কারণে ভিন রাজ্য থেকে আসা ব্যক্তিদের কোভিড পরীক্ষা না হওয়া পর্যন্ত তাদের বেরোতে নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার তাদের করোনা পরীক্ষা হয়ে গিয়েছে। তারপরেও তাদের ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি। এই টানাপোড়েনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কংগ্রেসের ৩ প্রতিনিধি রওনা দিচ্ছেন ত্রিপুরার উদ্দেশ্যে। এই মুহূর্তে মমতার সঙ্গে দিল্লি সফরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুকুল রায়।

বুধবার সকালে টুইটারে তীব্র আক্রমণ করেছেন বিজেপিকে ।তিনি সোমবার টুইটে লেখেন, ‘‌ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের ঠিকঠাকভাবে পা রাখার আগেই, ভয় পাচ্ছে বিজেপি। পশ্চিমবঙ্গে আমাদের জয়ে তাঁরা এতটাই ভীত যে, আইপ্যাকের ২৩ জন প্রতিনিধিকে গৃহবন্দি করে রেখেছে। বিজেপির অপশাসনে এই দেশে গণতন্ত্রের মৃত্যু হচ্ছে।’‌

রাজ্যের নাম বদল থেকে ভ্যাকসিন, মোদী-মমতা সাক্ষাতে উঠে এল একাধিক বিষয়

২০২৩ সালে এই রাজ্যে বিধানসভা নির্বাচন। সেখানে মানুষের কাছ থেকে সমস্যার কথা শুনতে চান এই প্রতিনিধিদলের সদস্যরা। তার আগেই এই আটক জোর চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে।  ত্রিপুরার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, এরআগে একুশে জুলাই এর দিন কর্মসূচি বানচাল করে দেওয়ার ছক কষেছিল বিপ্লব দেবের সরকার।

২০২৩ এর বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় তৃণমূলের খুঁটি শক্ত করতেই মূলত সেখানে পৌঁছেছে আইপ্যাকের সংস্থা। আর সেই খুটি উপড়ে ফেলতে তৎপর হয়ে উঠেছে বিপ্লব দেব সরকার। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি বলেন “রাজ্যে জঙ্গল রাজ চলছে। যে কেউ বাড়ি থেকে আসতে পারেন সমীক্ষা করতে। করোনার কারণ দেখিয়ে তাদেরকে হোটেলে বন্দী করে রাখা কখনোই উচিত নয়। কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।”

সম্পর্কিত পোস্ট