২ বছর পর সরগরম ১০ জনপথ, সোনিয়ার ‘মমতা’ সাক্ষাতে বিরোধী জোটের গেমপ্ল্যান

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২০১৯ লোকসভা নির্বাচনের পর কেটে গিয়েছে দু’বছর। এবারের লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দিল্লি সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বিকেলে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানিয়েছিলেন একথা।

২০১৮ সালের আগস্ট মাসের ১ তারিখে দুজনের মধ্যে শেষ সাক্ষাৎ হয়েছিল। সেদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী । ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় ব্রিগেডে জনসভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানাতে সেদিন ১০ জনপথে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।

তারপর বয়ে গিয়েছে অনেক জল। দুবছরের মাথায় ১০ জনপথ ফের সরগরম। মঙ্গলবার সারাদিন একগুচ্ছ কংগ্রেস নেতার সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে।

দিল্লির নতুন পুলিশ কমিশনার রাকেশ আস্থানা

এবারের তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর তৃতীয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গঠন করেছেন। তাহলে লক্ষ্য এবার দিল্লি দখল। তাই সমস্ত অবিজেপি জোট গুলিকে একত্রিত করে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হওয়ার এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল টার্গেট। সোনিয়া গান্ধীর সঙ্গে আজকের বৈঠকে এই আলোচনায় উঠে আসবে তা স্পষ্ট।

সম্পর্কিত পোস্ট