উত্তরবঙ্গে শক্তিশালী ডেল্টা প্রজাতি এবং ইউকে স্ট্রেনে আক্রান্ত ৭
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ডেল্টা সংক্রমনের ভয়ে থরহরিকম্প গোটা বিশ্বজুড়ে। তারই মাঝে বিশেষজ্ঞদের মতামত, তৃতীয় ঢেউ দ্রুত আছড়ে পড়তে চলেছে। রাজ্যে কোভিড সংক্রমণের গ্রাফ ওঠানামা করছে। উত্তরবঙ্গের পরিস্থিতি নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যবাসীর মধ্যে।
করোনার সবচেয়ে শক্তিশালী ডেল্টা প্রজাতি এবং ইউকে স্ট্রেনে আক্রান্ত শিলিগুড়ি, দার্জিলিং সহ উত্তরবঙ্গের একাধিক এলাকার মানুষ। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ডেল্টা এবং ইউকে স্ট্রেনে ৭ জন আক্রান্ত হয়েছেন। প্রত্যেকেই হাসপাতালে চিকিত্সাধীন।
হাসপাতাল সূত্রে খবর ৭ জনের মধ্যে শিলিগুড়ি মহামায়া কলোনি এবং শিলিগুড়ির পাশে মাটিগাড়া ব্লকের টুমবাজোতের বাসিন্দা ইউইকে স্ট্রেনে সংক্রামিত হয়েছেন। শিলিগুড়ির সূর্যসেন কলোনি, চম্পাসারি, নৌকাঘাট, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এক কর্মী, দার্জিলিংয়ের মংপুর রিসভের বাসিন্দা ডেল্টা প্রজাতিতে আক্রান্ত।
টিম PK আটক ত্রিপুরায়, আগরতলায় পৌঁছলেন তৃণমূল প্রতিনিধিরা, স্লোগান মুখর বিমানবন্দর
কলকাতার একটি ল্যাবরেটরিতে ডেল্টা ভ্যারিয়েন্টের খোঁজ করতে কয়েকজন কোভিড আক্রান্তের নমুনা পাঠানো হয়েছিল। সিকিমের সঙ্গেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গনস্টিক ল্যাবরেটরি থেকে সেই নমুনা পাঠানো হয়। পরীক্ষার পর ৭ জনের শরীরের করোনার শক্তিশালী প্রজাতির হদিশ পাওয়া গিয়েছে।