গলছে আন্দোলনের বরফ, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে শাহিনবাগ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দিল্লির নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির। ঝাড়খন্ডের পর দিল্লি হাতছাড়া হওয়াতে চাপের মুখে পড়তে হয়েছে গেরুয়া শিবিরকে। যে শাহিনবাগের বিরোধিতায় বিজেপির হেভিওয়েট নেতারা সুর চড়িয়েছিলেন, এখন তাঁরাই সুর নরম করেছেন।
এই তালিকায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। দিন কয়েক আগেই এক সংবাদ মাধ্যমের অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়। সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আলোচনা করতে চান, তাঁদের স্বাগত। এর জন্য সময়ও দিয়েছিলেন তিন দিন।
অমিত শাহের সেই প্রস্তাবে এক কথায় রাজি হল শাহিনবাগ। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, অমিত শাহের প্রস্তাব তাঁরা গ্রহণ করেছেন। রবিবার দুপুরে দেখা করবেন বলে জানিয়েছেন তাঁরা। তবে অফিস থেকে কোনও সময় তাঁরা নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। তবে কোথায় আলোচনা করবেন সেটা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে।
আরও পড়ুনঃ সঙ্কটে রাজনীতি, হারাচ্ছে সৌজন্যতা, চলছে কদর্য ভাষায় প্রতিপক্ষকে আক্রমণ
সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হওয়ার পর থেকে দিল্লির শাহিনবাগে আন্দোলনে বসেন মহিলারা। সেখানে সংখ্যালঘু মহিলারাই মুলত উপস্থিত ছিলেন।
যদিও পরের দিকে সেই আন্দোলনে সামিল হন সমস্ত সম্প্রদায়ের মানুষ। কোলের শিশু এবং দুধের বোতল হাতে নিয়ে আন্দোলন করতে দেখা গিয়েছে মহিলাদের। ধর্মের নিরিখে নাগরিকত্ব আইন বাতিল করতে হবে। এই দাবীতে এখনও অনড় রয়েছেন তাঁরা।
কোনও রাজনৈতিক দল নয়, বরং জাতীয় পতাকাকে সামনে রেখেই আন্দোলন চালিয়ে যান মহিলারা। আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, তাঁদের কোনও প্রতিনিধি নেই। আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন তাঁদের সঙ্গে দেখা করে আসবেন।
শাহিনবাগে চলা একটানা আন্দোলনের জেরে অস্বস্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। দিল্লি নির্বাচনে ওখলা বিধানসভা থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন আমানুতল্লাহ খান।
এতেই বিজেপির বিপদ বেড়েছে। তাই আলোচনার মাধ্যমেই রাস্তা বের করার চেষ্টা করছে দু’পক্ষ। তবে আন্দোলনকারীদের শর্তে স্বরাষ্ট্রমন্ত্রী রাজি হবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।