আগরতলায় পুলিশের বাধার মুখে ব্রাত্য বসু, টিম PK ঘিরে গরম পরিস্থিতি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ত্রিপুরায় ফ্যাসিবাদ চলছে। গণতন্ত্র নেই। হোটেলে আটকে রাখা টিম পি কে’র আইপ্যাক সদস্যদের দেখতে এসে পুলিশের বাধায় ক্ষোভ উগরে দিলেন তৃণমূল প্রতিনিধিরা। গোটা ঘটনায় ত্রিপুরা সরগরম ফের।
পশ্চিমবঙ্গ থেকে যাওয়া প্রতিনিধি দলে আছেন দুই মন্ত্রী ব্রাত্য বসু, মলয় ঘটক ও আইএনটিটিউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তারা আগরতলায় পৌঁছতেই ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস সমর্থকরা ভিড় করেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ত্রিপুরায় আটকে রাখা টিএমসির ভোট কুশলী সংস্থা আইপ্যাক কর্মীদের সঙ্গে দেখা করতে গেছেন রাজ্যের মন্ত্রীরা।
উত্তরবঙ্গে শক্তিশালী ডেল্টা প্রজাতি এবং ইউকে স্ট্রেনে আক্রান্ত ৭
এদিকে আইপ্যাক কর্মীদের আটকে রাখা নিয়ে বিরোধী দলনেতা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সরব হয়েছেন। তিনিও বিজেপি জোট সরকারের বিরুদ্ধে হুঙ্কার ছেড়েছেন। বলেছেন পরাজয়ের ভয়ে এমন করছে বিজেপি।
অন্যদিকে, আইপ্যাক সংস্থার ২৩ জনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা রুজু করেছে পুলিশ। ইতিমধ্যেই তাঁদের সমন পাঠানো হয়েছে।
ঋতব্রত বলেন, ‘গণতান্ত্রিক দেশে মগের মুলুকের মত আচরণ হচ্ছে। আমরা আইপ্যাকের সদস্যদের সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করব।’ একই কথা বলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। তাঁর দাবি, গণতান্ত্রিক দেশে যদি একজন আরেকজনের সঙ্গে দেখা করতে না পারে, তাহলে তা সাংঘাতিক। ব্রাত্য বসু বলেন, ‘বামেদের এই বোধোদয় যত দ্রুত হয় ততই ভালো। তবে ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে লড়ার শক্তি তৃণমূলেরই আছে।’