চীন সীমান্তের কাছে হাসিমারায় মোতায়েন রাফায়েল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বহু প্রতীক্ষার অবসান। বিতর্কিত যুদ্ধবিমান রাফায়েল এসে পৌঁছল ভারতে। ৬ জন যুদ্ধবিমান রাখা হয়েছে আলিপুরদুয়ারের হাসিমারায় অবস্থিত বায়ু সেনার ঘাঁটিতে। বুধবার বিকেলের দিকে উত্তরবঙ্গে বিমানগুলি এলে তাদের জলকামান দিয়ে স্বাগত জানানো হয়।
এদিন আনুষ্ঠানিকভাবে ওই সকল যুদ্ধবিমানকে স্বাগত জানান ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদৌরিয়া। উপস্থিত ছিলেন বায়ুসেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার এওসি-ইন-সি এয়ার মার্শাল অমিত দেব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বায়ুসেনা প্রধান বলেন, হাসিমারায় ভীষণ ভাবনাচিন্তা করেই রাফালে বিমানকে হাসিমারায় মোতায়েন করা হচ্ছে। এর ফলে, পূর্বাঞ্চলে বায়ুসেনার শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে।
ওই যুদ্ধবিমানগুলিকে রাখা হয়েছে উত্তরবঙ্গের হাসিমারায়। ভারতের ভৌগলিক অবস্থানের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই বায়ুসেনা ঘাঁটি। কারণ ওই আলিপুরদুয়ারের ওই এলাকা থেকে অদূরেই রয়েছে দুই পড়শি রাষ্ট্রের সীমা। একটি হচ্ছে বাংলাদেশ এবং অপরটি হচ্ছে চীন।
মিসড কলে চাকরি কই ? ত্রিপুরায় নির্বাচনী প্রচার যুদ্ধ শুরু করল CPIM
গত বছরে সীমান্ত নিয়ে চীনের সঙ্গে বিরোধ শুরু হয়েছিল ভারতের। যানিয়ে দুই দেশের সেনাবাহিনী সংঘর্ষে জড়ায়। প্রাণ হারিয়েছিলেন অনেকে। অন্যদিকে, বাংলাদেশের সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকলেও সেখানে চীনের আধিপত্য বাড়ছে। যা কূটনৈতিক ক্ষেত্রে ব্যাকফুটে ফেলতে পারে ভারতকে।