মার্কিন দূতাবাসে রকেট হামলা, ইরানের দিকে সন্দেহের তীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ফের ইরাকে জঙ্গিহানা। স্থানীয় সময় অনুযায়ী রবিবার সকালে বাগদাদের মার্কিন দূতাবাসের কাছে একটি সেনা ক্যাম্পে রকেট হামলা চালায় জঙ্গিরা। যার জেরে ক্যাম্পে একাধিক বিস্ফোরণ ঘটে। যদিও এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। তবে বিপুল পরিমাণে ক্ষতি হয়েছে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় সূত্রের খবর, বাগদাদে মার্কিন দূতাবাসের কাছে একটি যৌথ বাহিনীর ক্যাম্পে হামলা চলায় জঙ্গিরা। তারপর থেকেই রীতিমতো নড়েচড়ে বসেছে আন্তর্জাতিক মহল। যদিও ওয়াশিংটনের তরফে জানানো হয়েছে ঘটনায় কেউ আহত হয়নি। হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি দল। কিন্তু ইরানের বিদ্রোহীদের দিকেই আঙুল তুলেছে আমেরিকা।
১৩ ফেব্রুয়ারি কাশেম সোলেমানির মৃত্যুর ৪০ তম দিনে আয়োজিত হয় একটি ধর্মীয় অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখার সময় আমেরিকা এবং ইজরায়েলকে হুঁশিয়ারি দিয়েছিলেন মেজর জেনারেল হোসেন সালামি। সেখানে স্পষ্ট বলা হয়েছিল আমেরিকা এবং ইজরায়েল ছোট্ট ভুল করলেই হামলা চালাবে ইরান।
উল্লেখ্য, এর আগে আমেরিকার হামলায় ইরানের হামলায় প্রাক্তন মেজর জেনারেল কাশেম সোলেমনির মৃত্যুর পর থেকেই অগ্নিগর্ভ হয়েছে রয়েছে গোটা মধ্যপ্রাচ্য। ক্রমশ তলানিতে ঠেকেছে দুই দেশের সম্পর্ক। ২০১৫ সালের পরমাণু চুক্তি মানতে বাধ্য নয় ইরান। সাফ জানিয়ে দেওয়া হয়। আমেরিকার চাপেই ইরানকে এই চুক্তি মানতে হয়েছিল স্বীকার করে বাগদাদ। কিন্তু সোলেমনির মৃত্যুর পর থেকেই সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে মধ্যপ্রাচের গুরুত্বপুর্ণ এই দেশ। ইরানের সিদ্ধান্তে চাপ বেড়েছে আন্তর্জাতিক মহলের।
এরই মধ্যে তিনবার আমেরিকার সেনা ছাউনিতে ইরানের আক্রমণ সেই জলন্ত আগুনে ঘৃতাহুতি দিয়েছে। যার পর থেকেই দু’দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা আরও জোরদার হয়ে দাঁড়িয়েছে।