“স্বাধীনতা দিবস উপলক্ষে নজরদারি চালাচ্ছে পুলিশ, আমরা পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারি না”- সাফাই বিপ্লব দেবের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ২১-র নির্বাচনে তৃণমূলের বিপুল সাফল্যের অন্যতম কারিগর প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থা আইপ্যাক। এবার রাজ্যের গন্ডি পেরিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে সংগঠন বাড়ানোর লক্ষ্যে ময়দানে নেমেছে তৃণমূল। প্রথমেই নজর রয়েছে ত্রিপুরায়।
আইপ্যাকের সদস্যরা ত্রিপুরায় গেলে হেনস্থার শিকার হতে হয়। পুলিশ সমন পাঠায় আইপ্যাকের ২৩ জন কর্মীকে। সেখানে হাজির হন তৃণমূলের দুই মন্ত্রী ও দুই সাংসদ সহ আরও এক হেভিওয়েট নেতা।
তা নিয়েই এবার মুখ খুলেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। বলেছেন, “ত্রিপুরায় সকলকে স্বাগত। কিন্তু আমরা পুলিশের কাজে হস্তক্ষেপ করতে পারি না। পুলিশ নিজের কাজ করেছে।”একই সঙ্গে নিজের রাজ্যের সতর্কতার কথাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রী বিপ্লবের মুখে।
পুলিশের পাশে দাঁড়িয়ে তিনি বলেছেন, “ভারতের এক প্রান্তে সীমান্ত লাগোয়া রাজ্য ত্রিপুরা। দেশের ৭৫তম স্বাধীনতা দিবস আসন্ন। সেই কারণেই কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। কারা এই রাজ্যে আসছে তা বিশেষ গুরুত্ব দিয়ে দেখতে হচ্ছে পুলিশকে।”
সেমিতে হারলেও ব্রোঞ্জ নিশ্চিত বক্সার লাভলিনার
সমগ্র ঘটনা সম্পূর্ণ প্রশাসনিক। এর মধ্যে কোনও রাজনীতি নেই বলেই দাবি করেছেন বিপ্লব কুমার দেব। বিধানসভা নির্বাচনে বাংলায় বহিরাগত তত্ত্ব নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল। ত্রিপুরার ঘটনায় অনেকে কটাক্ষ করতে শুরু করেছিল ত্রিপুরায় ‘বহিরাগত’দের আটক করেছে পুলিশ।
কোভিডের কারণ দেখিয়ে আইপ্যাকের ২৩ কর্মীকে রবিবার রাত থেকে আগরতলার একটি হোটেলে বন্দি করে রাখা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইনে মামলা করেছিল পুলিশ। ১ অগস্ট পূর্ব আগরতলা থানায় হাজিরা দিতে বলে টিম পিকে-র সদস্যদের সমন পাঠায় পুলিশ।
পুলিশের দাবি, কোভিড পরীক্ষা না করিয়েই আইপ্যাকের সদস্যরা ঘুরে বেড়াচ্ছিলেন। কোভিড পরীক্ষার পরে তাঁদের মহামারি আইনে সমন পাঠানো হয়। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আগাম জামিন নিয়েছেন আইপ্যাকের ২৩ জন কর্মী। এসডিএম-এর মামলার ভিত্তিতে আগাম জামিন নিয়েছেন তাঁরা।
বিজেপি শাসিত ত্রিপুরার একসময়ে বড় সংগঠন ছিল তৃণমূলের। যদিও রাতারাতি তা ভেঙে যায়। এখন ফের তা গড়তে উদ্যোগী হয়েছে তৃণমূল বৃহস্পতিবার ওই রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি সুবল ভৌমিক তৃণমূলে যোগ দিয়েছেন। যিনি ত্রিপুরার রাজনীতিতে বেশ অভিজ্ঞ। শুক্রবার ত্রিপুরা যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।