বাংলাদেশ কাঁপছে ডেঙ্গু জ্বরে, কলকাতার দিকেও ছড়ানোর আশঙ্কা

দ্য কোয়ারি ডেস্ক: করোনা সংক্রমণের মতো ডেঙ্গু প্রবল গতিতে ছড়াচ্ছে বাংলাদেশে। ডেঙ্গুজ্বরে কাঁপছে প্রতিবেশি দেশ। চলতি বছরের সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী পাওয়া গেছে জুলাই মাসেই। ২ হাজার ৯০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এদের ৯৮ শতাংশই ঢাকাবাসী।

বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে করোনা রোগীর পাশাপাশি ডেঙ্গু আক্রান্তের ভিড় বাড়ছেই। তবে ডেঙ্গুতে মৃত্যুর হার খুব কম। ডেঙ্গুর সংক্রমণ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে নতুন করে। ১ জানুয়ারি থেকে ৩০ জুলাই পর্যন্ত ২ হাজার ৪৬২ জন রোগী ভর্তি হয়েছেন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৪৯ জন।

মোদী সরকারের দাবি উড়িয়ে আগামী সপ্তাহে পেগাসাস কাণ্ডে জনস্বার্থ মামলার শুনানি

বাংলাদেশের রাজধানী ঢাকায় ডেঙ্গুর সংক্রমণ যেমন লাগামছাড়া হয়, তেমনই কলকাতাতেও ডেঙ্গুর হামলা হয় প্রতিবছর। মহানগর কলকাতা লাগোয়া শহরতলির দমদম থেকে বাগুইআটি ও অন্যান্য এলাকায় মশা বাহিত রোগ ছড়ায়।

এদিকে করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নতুন করে উদ্বিগ্ন পশ্চিমবঙ্গ। এ রাজ্যে করোনার ডেল্টা সংক্রমণ শুরু হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তদের শনাক্ত করা হয়েছে। দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন এলাকায় করোনার ডেল্টা সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুর হামলা উদ্বেগকে বাড়িয়ে দিচ্ছে।

সম্পর্কিত পোস্ট